ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

মমতার বাসভবনের সামনে ২ মাওবাদী আটক

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৬ ঘণ্টা, নভেম্বর ৩, ২০১২

কলকাতা: পশ্চিমবঙ্গের তৃণমূল সরকারের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে পুর্নবাসন প্যাকেজ নিয়ে অভিযোগ জানাতে গিয়ে পুলিশের হাতে আটক হলেন আত্মসমর্পণকারী ২ মাওবাদী।

শনিবার মুখ্যমন্ত্রীর কালিঘাটের বাসভবনের সামনে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখায় জঙ্গলমহলের শালবনির বেলাসোলের বাসিন্দা চিরঞ্জিত্‍ মাহাতো ও সন্ধ্যাখালির বাসিন্দা শুকদেব মাহাতোকে আটক করে পুলিশ।



পুলিশ সূত্রে জানা গেছে, চিরঞ্জিত চলতি বছরের ৭ ফেব্রুয়ারি ও শুকদেব ১২ জানুয়ারি পুলিশের কাছে আত্মসমর্পণ করেন। আটকের পর তাদের জিজ্ঞাসাবাদের জন্য কালীঘাট থানায় নিয়ে যাওয়া হয়।

কলকাতা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, জেরায় তারা বলেছেন, আত্মসমর্পণের সময় যে পুর্নবাসন প্যাকেজের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তা তারা পাননি। মুখ্যমন্ত্রীকে এ অভিযোগ জানাতেই গিয়েছিলেন তারা।

পরে কলকাতা পুলিশের স্পেশাল ব্রাঞ্চের অফিসেও নিয়ে যাওয়া হয় তাদের। সেখান থেকে তাদের মহাকরণে নিয়ে গিয়ে দেখা করানো হয় মুখ্যমন্ত্রীর সঙ্গে। মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখার হওয়ার পর তাদের ছেড়ে দেওয়া হয়।

এদিন এবিষয়ে রাজ্যের স্বরাষ্ট্রসচিব বাসুদেব বন্দ্যোপাধ্যায় বিকেলে মহাকরণ বলেন, “পুর্নবাসন প্যাকেজ নিয়ে ওদের ধারণায় অস্পষ্টতা আছে। আত্মসমর্পণের পর তাদের নামে যে দেড় লাখ রুপির মেয়াদি আমানত রয়েছে, তা ২ বছরের আগে তোলার নিয়ম নেই। ওই টাকা তারা এখনই তুলতে পারবেন বলে ধারণা ছিল। ”

স্বরাষ্ট্রসচিব বলেন, “তারা পুনর্বাসন প্যাকেজ অনুযায়ী প্রতি মাসে প্রাপ্য ২ হাজার রুপি প্রথম দু’মাস পাওয়ার পর আর পাননি। তবে ওই টাকা যেন তারা দ্রুত হাতে পান, সে ব্যবস্থা নেওয়া হচ্ছে। ”

বাংলাদেশ সময়: ২০১৯ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০১২
আরডি/সম্পাদনা: আবু হাসান শাহীন, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।