ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

কৃতজ্ঞচিত্তে সুনীলকে স্মরণ করলো কলকাতা

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১১ ঘণ্টা, নভেম্বর ৫, ২০১২
কৃতজ্ঞচিত্তে সুনীলকে স্মরণ করলো কলকাতা

কলকাতা: সদ্যপ্রয়াত সাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায়কে রোববার কৃতজ্ঞচিত্তে স্মরণ করলো কলকাতা।

এদিন সন্ধ্যায় প্রয়াত কবির পরিবার ও কৃক্তিবাস পত্রিকার উদ্যোগে কলকাতার রবীন্দ্রসদনে স্মরণসভা অনুষ্ঠিত হলো।



এই স্মরণসভা থেকে রাজনীতিকে দূরে রাখতে তার পরিবারের পক্ষ থেকে কোনো রাজনৈতিক ব্যক্তিকে আমন্ত্রণ জানানো হয়নি।

সুনীলকে স্মরণ করার জন্য উপস্থিত হয়েছিলেন নীরেন্দ্রনাথ চক্রবর্তী, শীর্ষেন্দু মুখোপাধ্যায়, সৌমিত্র চট্টোপাধ্যায়, শঙ্খ ঘোষ, মৃণাল সেন প্রমুখ।

এছাড়া ছিলেন কবির স্ত্রী স্বাতী গঙ্গোপাধ্যায়, পুত্র শৌভিক ও কবির ছোট ভাই অশোক গঙ্গোপাধ্যায়।

কবি নিজের গলায় রেকর্ড করা কবিতা এদিন শোনানো হয়। তারই সঙ্গে নীল লোহিতের প্রিয় রবীন্দ্রনাথের গান গেয়ে শোনান অভিরুপ গুহঠাকুরতা ও প্রমিতা মল্লিক।  

কৃত্তিবাস পরিবারের সদস্যরা একসঙ্গে পরিবেশন করে সুনীল গঙ্গোপাধ্যায়ের প্রিয় গান, জগতে আনন্দযজ্ঞে আমার নিমন্ত্রণ।

বাংলাদেশ সময়: ০২০৭ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০১২
আরডি/এজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।