ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ভারত-বাংলা মৈত্রীর সাইকেল র‍্যালি ৭ থেকে ১১ নভেম্বর

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৫২ ঘণ্টা, নভেম্বর ৫, ২০১২

আগরতলা (ত্রিপুরা): বাংলাদেশের ঐতিহ্যবাহী ঈশ্বর পাঠশালার (কুমিল্লা) শতবর্ষ উদযাপন উপলক্ষে আগামী ৬ নভেম্বর ভারত-বাংলা মৈত্রীর সাইকেল র‍্যালি ২০১২ অনুষ্ঠিত হবে।

প্রত্যয় সামাজিক সংস্থা (আগরতলা), ঈশ্বর পাঠশালা (কুমিল্লা), ঈশ্বর পাঠশালা (আগরতলা), মোহনা (কুমিল্লা) ও সাহিত্য একাডেমীর (ব্রাহ্মণবাড়িয়া) যৌথ উদ্যোগে এ সাইকেল র‍্যালি হবে।

ত্রিপুরা থেকে ৩০ জনের একটি সাইকেল আরোহী দল এদিন বাংলাদেশের উদ্দেশ্যে রওয়ানা হবে।

রোববার প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে উদযাপন কার্যকারী কমিটির সভাপতি পবিত্র কর এসব কথা জানান। তিনি বলেন, এই ৩০ জন সাইকেল আরোহীর সাথে ৭ জনের একটি প্রতিনিধি দলও থাকবে। এদিন আখাউড়া সীমান্ত পেরিয়ে এই র‍্যালিটি বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া গিয়ে পৌঁছবে। ব্রাহ্মণবাড়িয়ার সরকারি কলেজের শহীদ মিনারে শ্রদ্ধা জ্ঞাপন ও বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন তারা। পরদিন ৭ নভেম্বর ২০১২ র‍্যালিতে অংশগ্রহণকারী দলটি বিশেষ বাসে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হবে। সেখানে ঢাকার জাতীয় স্মৃতিসৌধ ও কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জ্ঞাপনের পর প্রতিনিধি দলটি বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করবে।

তিনি আরও জানান, প্রতিনিধি দলটি এদিন ঢাকায় থাকার পর ৮ নভেম্বর বঙ্গবন্ধু জাতীয় জাদুঘর পরিদর্শনের পাশাপাশি বাংলাদেশের বিশিষ্টজনদের সঙ্গে সাক্ষাতে মিলিত হবেন। এদিনই ভারতীয় হাই কমিশনের উদ্যোগে এবং ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টার, ঢাকার সহযোগিতায় আয়োজিত এক সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন এই প্রতিনিধি দলটি। ৯ নভেম্বর তারা ঢাকা থেকে কুমিল্লা যাবেন। সেখানে ঈশ্বর পাঠশালায় মোহনা আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেবে। সেখানে দু’দিন থাকার পর সাইকেল র‍্যালিটি আখাউড়া চেক পোস্ট হয়ে ১১ নভেম্বর রাজ্যে ফিরে আসবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপদেষ্টা কমিটির সদস্য অনিল সরকার, যুব ক্রীড়া ও সংখ্যালঘু মন্ত্রী সহিদ চৌধুরী, আগরতলা পুর পরিষদের চেয়ারপার্সন ডঃ প্রফুল্লজিৎ সিনহা, আগরতলা ঈশ্বর পাঠশালা পরিচালনা কমিটির ভাইস চেয়ারম্যান পরেশ চক্রবর্ত্তী প্রমুখ।

বাংলাদেশ সময়: ০৬৪৯ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০১২
টিসি/এজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।