ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

দাউদ ইব্রাহিমের সঙ্গে স্বামী বিবেকানন্দর তুলনা বিজেপির!

নয়াদিল্লি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৭ ঘণ্টা, নভেম্বর ৫, ২০১২
দাউদ ইব্রাহিমের সঙ্গে স্বামী বিবেকানন্দর তুলনা বিজেপির!

নয়াদিল্লি: হিন্দু ধর্মের মহাপুরুষ স্বামী বিবেকানন্দের সঙ্গে অপরাধ জগতের ডন দাউদ ইব্রাহিমের তুলনা করে বিতর্ক তৈরি করলেন বিজেপি সভাপতি নীতীন গড়কড়ী।

বিশ্ব সৌভ্রাতৃত্ব ও মানবতাবোধের উজ্জ্বল দৃষ্টান্ত স্বামী বিবেকানন্দের বৌদ্ধিক সক্ষমতা বা ইন্টেলিজেন্স কোশেন্ট লেভেল (আইকিউ)-র সঙ্গে গড়কড়ী সরাসরি তুলনা টানলেন দাউদের  বৌদ্ধিক ক্ষমতার।

এ নিয়ে শুরু হয়েছে তোলপাড়।

গত রোববার নাগপুরে এক অনুষ্ঠানে বিজেপি সভাপতি  বলেছেন, মনস্তত্বের বিচারে স্বামী বিবেকানন্দ আর দাউদ ইব্রাহিমের আইকিউ প্রায় সমান। তবে রামকৃষ্ণ মিশনের প্রতিষ্ঠাতা তার বৌদ্ধিক ক্ষমতা দেশ নির্মাণে ব্যবহার করেছিলেন। কিন্তু দাউদ তার ক্ষমতা অপরাধ, সন্ত্রাস, আতঙ্ক ছড়াতে ব্যবহার করেছে।

গড়কড়ীর এই মন্তব্যের পরপর ভারত জুড়ে বিতর্কের সৃষ্টি করেছে।

প্রত্যাশিতভাবেই কংগ্রেসের দুই নেতা দিগ্বিজয় সিংহ ও জগদম্বিকা পাল তীব্র কটাক্ষে বিদ্ধ করেছেন গড়কড়ীকে।

বিজেপি প্রধান কর্তৃক স্বামী বিবেকানন্দের সঙ্গে দাউদ ইব্রাহিমের তুলনা প্রসঙ্গে সোমবার জগদম্বিকা বলেন, কোন মাপকাঠির ভিত্তিতে উনি বিবেকানন্দের সঙ্গে দাউদের তুলনা করলেন! কাল কেউ যদি বলেন, কাসব আর গড়কড়ীর আইকিউ সমান, তখন কী বলবে বিজেপি?

আর দিগ্বিজয় পাল্টা প্রশ্ন ছুঁড়ে বলেছেন, এবার নরেন্দ্র মোদী ও তার সাঙ্গপাঙ্গরা কী বলবেন!

বাংলাদেশ সময়: ১৮৪৭ ঘণ্টা, ০৫ নভেম্বর, ২০১২
আরডি/একে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।