ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

তাজ করিডোর মামলা থেকে মুক্তি মায়াবতীর

নয়াদিল্লি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৮ ঘণ্টা, নভেম্বর ৫, ২০১২

নয়াদিল্লি: ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী ও বিএসপির সুপ্রিমো মায়াবতীকে তাজ করিডোর মামলা থেকে সোমবার মুক্তি দেওয়া হয়েছে।

তাজ করিডোর ইস্যুতে এলাহাবাদ হাইকোর্টে  তার বিরুদ্ধে ৭টি জনস্বার্থ মামলা হয়।

এদিন সব আবেদনই খারিজ হয়ে যায়।

২০০৩ সালে উত্তরপ্রদেশের তত্‍কালীন মুখ্যমন্ত্রী মায়াবতী ও রাজ্যের মন্ত্রী নসিমুদ্দিন সিদ্দিকীর বিরুদ্ধে তাজমহল ঘিরে পর্যটনের উন্নতিতে তাজ করিডর প্রকল্পের জন্য বরাদ্দ টাকা নয়-ছয়ের অভিযোগ ওঠে৷ মায়াবতী ও সিদ্দিকি দু’জনের বিরুদ্ধে ক্রিমিনাল কেস করা হয়।

ঘটনার সিবিআই তদন্তও হয়৷ ২০০৭-এ সিবিআই আদালত মায়াবতীর বিরুদ্ধে মামলা খারিজ করে দেয়৷

এবার হাইকোর্টের লখনউ বেঞ্চ মায়াবতীর বিরুদ্ধে আনা  অভিযোগ খারিজ করে দেন। এই অভিযোগের ভিত্তি না থাকায় তা বাতিল করে দেন আদালত।

মায়াবতীর আইনজীবী সতীশচন্দ্র বলেন, এটা রাজনৈতিক অভিসন্ধিমুলক। স্বার্থ সিদ্ধির জন্যই এটা করা হয়েছে।

তাজ করিডোর মামলায় মায়াবতীর বিরুদ্ধে কোন দোষ না পাওয়ায় মামলা খারিজ করেন লখনউ বেঞ্চের বিচারক ইমতেয়াজ মুরতাজা ও অশ্বিনী কুমার। ৭৪ পাতার রায় দেন আদালত।

বাংলাদেশ সময়: ২১৩৪ ঘণ্টা, নভেম্বর ৫, ২০১২
আরডি/জেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।