ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ত্রিপুরায় বাড়ল যানবাহনের ভাড়া

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৯ ঘণ্টা, নভেম্বর ৯, ২০১২

আগরতলা (ত্রিপুরা): ত্রিপুরায় বাড়ল যানবাহনের ভাড়া। আর তা বাড়ানো হল কুড়ি শতাংশ।

শুক্রবার থেকেই এই বর্ধিত ভাড়া কার্যকর হচ্ছে রাজ্যে।

রাজ্য সরকার যানবাহনের ভাড়া বৃদ্ধি করে এর জন্য দায়ী করেছে কেন্দ্রীয় সরকারকে। পরিবহনমন্ত্রী মানিক দে বলেছেন, কেন্দ্রীয় সরকার অস্বাভাবিক হারে পেট্রোল এবং ডিজেলের দাম বাড়ানোর ফলে যানবাহনে ভাড়া বৃদ্ধি আবশ্যিক হয়ে ওঠে।

এখন থেকে রাজ্যের যে কোনো বাসে উঠলেই দিতে হবে ছয় টাকা। এতো দিন বাসের ন্যূনতম ভাড়া ছিল পাঁচ টাকা। অটোতে উঠলেই অতিরিক্ত দিতে হবে কমপক্ষে এক টাকা।

প্রাথমিক ভাবে রাজ্য সরকার কুড়ি শতাংশ ভাড়া বৃদ্ধির ঘোষণা দিয়েছে। তবে কোন রুটে কতো ভাড়া হবে তা এখনো জানায়নি। এ সংক্রান্ত বিজ্ঞপ্তি সহসাই জারি করা হবে বলে জানিয়েছেন পরিবহনমন্ত্রী।

তিনি জানান, শেষবার ২০১০ সালে ডিজেল চালিত যানবাহনের ভাড়া ১৫ শতাংশ এবং পেট্রোল চালিত যানবাহনের ভাড়া ১৮ শতাংশ বৃদ্ধি করা হয়েছিল। এই দুই বছরে বেশ কয়েকবার পেট্রোল ডিজেলের দাম বাড়িয়েছে কেন্দ্রীয় সরকার। ২০১০ সালে রাজ্যে পেট্রোলের দাম ছিল লিটার পিছু ৪৮ টাকা। এখন তা বেড়ে হয়েছে ৬৭ টাকা। ২০১০ সালে ডিজেলের দাম ছিল ৩৬ টাকা। এখন তা বেড়ে দাঁড়িয়েছে ৪৭ টাকা।

এ তথ্য জানিয়ে পরিবহনমন্ত্রী বলেন, ভাড়া বৃদ্ধি আবশ্যিক হয়ে পড়েছিল। এছাড়া আর কোনো উপায় ছিল না।

বাংলাদেশ সময়: ১৫৫৬ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০১২
তন্ময় চক্রবর্তী/ সম্পাদনা: অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।