ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ভারতের সুন্দরবনে মৃদু ভূকম্পন

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৩ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১২

কলকাতা: ভারতের সুন্দরবনসহ উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলা, নদিয়া এবং হুগলিতে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে৷

রোববার সকালে এ ভূমিকম্পন অনুভূত হয়।

আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, সকাল ৬টা ৪৩ মিনিটে কম্পন অনুভূত হয়৷ কম্পনের উত্‍পত্তি স্থল ছিল মিয়ানমার৷ রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬.৫৷

স্থানীয় সূত্রে জানা গেছে, সুন্দরবনের হেমনগর, সমশেরনগরসহ বেশ কয়েকটি এলাকায় কম্পনের জেরে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

বাড়িঘর ছেড়ে রাস্তায় বেরিয়ে পড়েন  বাসিন্দারা৷  

কোন ক্ষয়ক্ষতির খবর নেই বলে প্রশাসন সূত্রে জানা গেছে।

বাংলাদেশ সময়: ১৫৫১ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১২
আরডি/সম্পাদনা: বেনু সূত্রধর, নিউজরুম এডিটর,
সুকুমার সরকার, কো-অর্ডিনেশন এডিটর
[email protected]

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।