ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

মদ্যপ অবস্থায় অস্ত্র হাতে হাসপাতালে, তৃণমূল নেতা গ্রেফতার

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৪২ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১২

কলকাতা: পশ্চিমবঙ্গের বীরভূম জেলার সিউড়িতে রিভালবার নিয়ে বেসরকারি মাল্টিস্পেশালিটি হাসপাতালে হামলা করেন তৃণমূল নেতা আশিস দে।

শুক্রবার রাতে কয়েকজন সঙ্গীকে নিয়ে ওই হাসপাতালের তাণ্ডব চালান বীরভূম জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক আশীস দে।

তাকে বাধা দিতে গেলে, এক কর্মচারীর মাথায় বন্দুক ঠেকিয়ে প্রাণনাশের হুমকি দেন তিনি। সেই ছবি ধরা পড়ে নার্সিংহোমেরই ক্লোজ সার্কিট (সিসিটিভি) ক্যামেরায়।

প্রথমে থানায় জেনারেল ডায়েরি করলেও, পরে বিষয়টি সংবাদমাধ্যমের সম্প্রচারিত হওয়ার পর জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করে পুলিশ৷

পরে সোমবার থানায় গিয়ে আত্মসমর্পণ করেন অভিযুক্ত তৃণমূল নেতা আশিস দে৷

এরপরই তিনি বলেন, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব শিকার তিনি। সিউড়ির বিধায়ক স্বপন ঘোষ পাগল, তার বিরুদ্ধে বলায় সিসিটিভির ভুয়া ফুটেজ বানিয়ে ষড়যন্ত্র করে আমায় ফাঁসানো হয়েছে।

সোমবার ভোররাতে অভিযুক্ত তৃণমূল নেতা আশিস দে সিউড়ি থানায় গিয়ে আত্মসমর্পণ করেন৷ তারপরই তাকে গ্রেফতার করে পুলিশ৷ তার বিরুদ্ধে শ্লীলতাহানি, হুমকি, অস্ত্র আইন সহ ৫টি ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে৷ আশিসের আরও এক সঙ্গী রাজা চৌধুরীকে গ্রেফতার করা হয়েছে৷

এদিন দুপুরে তাকে আদালতে তুলে ৫ দিনের রিমান্ডে নেয় পুলিশ।

এদিকে,বীরভূমের সিউড়ি হাসপাতালে তাণ্ডব চালানোয় অভিযুক্ত আশিস দের সঙ্গে দলের কোনও সম্পর্ক নেই বলে জানিয়েছেন বীরভূমের তৃণমূল সাংসদ টলিউডের অভিনেত্রী শতাব্দী রায়।

তিনি বলেন, দু`বছর আগেই দল থেকে আশিস দেকে বহিষ্কার করেছেন মমতা ব্যানার্জি। সেই বার্তা এসএমএস-এ তাকে জানানো হয় বলেও জানিয়েছেন তিনি।

বাংলাদেশ সময়: ০১২৫ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১২
আরডি/সম্পাদনা: শাফিক নেওয়াজ সোহান, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।