ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

আলোয় উজ্জ্বল ত্রিপুরা

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১৬ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১২

আগরতলা (ত্রিপুরা): আজ আলোর উৎসব দীপাবলি। আলোয় আলোকজ্জ্বল গোটা রাজ্য।

জাতি-ধর্ম নির্বিশেষে সবাই উৎসব-আনন্দে মাতোয়ারা।

ত্রিপুরায় যেন কোনধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য প্রশাসন থেকে নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা।

এদিকে রাজ্যবাসীকে দীপাবলির শুভেচ্ছা জানিয়েছেন রাজ্যপাল, মুখ্যমন্ত্রী ও বিরোধীদলীয় নেতা।

মন্দির নগরী উদয়পুরের সরকারি ও বেসরকারি বাড়িগুলো সেজেছে আলোকমালায়। আগরতলা সাব্রুম জাতীয় সড়কের দু’পাশে প্রায় দুই কিলোমিটার জুড়েও আলোকসজ্জার ব্যবস্থা করেছে মেলা কমিটি।

সোমবার বিকেল থেকেই আনুষ্ঠানিকতার বাধা না মেনে দর্শনার্থীরা মাতাবাড়ী মন্দিরে ভিড় জমাতে শুরু করে।

মঙ্গলবার সন্ধ্যায় ধন্যমাণিক্য মুক্তমঞ্চে এক অনুষ্ঠানের মধ্যদিয়ে দেওয়ালির আনুষ্ঠানিক উদ্বোধন হয়। উদ্বোধন করেন অর্থমন্ত্রী বাদল চৌধুরী। এদিন সন্ধ্যা থেকেই মন্দির প্রাঙ্গণে শুরু হয় দর্শনার্থীদের উপচে পড়া ভিড়।

রাজ্যের উদয়পুর মহকুমার ত্রিপুরেশ্বরী মন্দিরে বসেছে বিরাট মেলা। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মেলায় পসরা নিয়ে আসা দোকানিরা ব্যস্ত ক্রেতার মন আকৃষ্ট করতে। মেলাঘর থেকে কুটির শিল্প ব্যবসায়ীরা রোববার সকালেই হাজির হন মন্দির প্রাঙ্গণে।

এদিকে মন্দিরে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়ের কারণে মঙ্গলবার থেকে বৃহস্পতিবার ব্রক্ষ্মাবাড়ী থেকে চন্দ্রপুর কলোনি পর্যন্ত বেলা ১২টা থেকে রাত ৩টা পর্যন্ত যানবাহন চলাচল নিষিদ্ধ করে দিয়েছে জেলা প্রশাসন। ভোরেই ত্রিপুরা সুন্দরী মাতাকে সাজিয়ে তোলা হয় নতুন সাজে। নবরূপে সেজে ওঠেন একান্ন পিঠের সতী দেবী।

গোটা রাজ্যের মানুষ এখন রয়েছে ‍উৎসবের আমেজে।

বাংলাদেশ সময়: ২২০৫ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১২
সম্পাদনা: আসিফ আজিজ, নিউজরুম এডিটর/জেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।