ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

নদিয়ার তেহট্টে পুলিশের গাড়ি পোড়ানোর অভিযোগে গ্রেফতার ৪

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩২ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১২

কলকাতা: বুধবার সকালে জগদ্ধাত্রী পুজোর অনুমতি দেওয়াকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের নদিয়া জেলার তেহট্টে গুলিচালানোর ঘটনায় একজনের মৃত্যুর জের ধরে বৃহস্পতিবার পুলিশের গাড়ি পোড়ানের অভিযোগে ৪ জন গ্রেফতার হয়েছেন।

এদিন সকাল থেকে পুলিশ এলাকার বাড়ি-বাড়ি গিয়ে তল্লাশি চালিয়ে তাদের গ্রেফেতার করে।



স্থানীয়দের অভিযোগ, পুলিশ তল্লাশির নামে তাদের ওপরে অত্যাচার করছে। ভাঙচুর করছে বাড়ি-ঘর। আটক করেছে গ্রামবাসীদের।  

ঘটনায় নিহত অশোক সেনের মৃতদেহ দ্রুত সৎকারের জন্য পুলিশ চাপ দিচ্ছে বলেও অভিযোগ করা হয়েছে।

এদিকে, অশোক সেনের মৃত্যু যে পুলিশের গুলিতে হয়েছে তা বিভিন্ন টিভি চ্যানেলের ফুটেজ থেকে তা অনেকটা পরিস্কার।

প্রাথমিকভাবে পুলিশ গুলি চালানোর ঘটনা অস্বীকার করলেও, এডিজি (আইনশৃঙ্খলা) সুরজিত কর পুরকায়স্থ ঘটনার দায় স্বীকার করে এদিন বলেন, আত্মরক্ষার কারণেই গুলি চালাতে বাধ্য হয় পুলিশ। গুলিতে জখম হন বেশ কয়েকজন। গুলিবিদ্ধ দুই ব্যক্তি হাসা ঘোষ ও অশোক সেনকে কৃষ্ণনগরে হাসপাতালে নেয়ার পথে অশোক সেনের মৃত্যু হয়।

এদিকে, এ ঘটনার প্রতিবাদে শুক্রবার তেহট্টে মহকুমা বন্‌ধ ডেকেছে জেলা বামফ্রন্ট।

বাংলাদেশ সময়: ১৭২৪ ঘণ্টা, ১৫নভেম্বর, ২০১২
আরডি/একে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।