ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

আগরতলায় ছায়ানট উৎসব: ‘পান্থজন’ সম্মাননা পাচ্ছেন সনজিদা খাতুন

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৩ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১২
আগরতলায় ছায়ানট উৎসব: ‘পান্থজন’ সম্মাননা পাচ্ছেন সনজিদা খাতুন

আগরতলা (ত্রিপুরা): আগরতলায় হতে যাচ্ছে ছায়ানট উৎসব। শনিবার সন্ধ্যায় এ উৎসবের সূচনা হবে রাজধানীর নজরুল কলাক্ষেত্রে।



সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছেন রাজ্যের বিশিষ্ট রবীন্দ্র সঙ্গীত শিল্পী সমীর দাস।

তিনি জানান, রাজ্যের সাংস্কৃতিক সংস্থা পান্থজন এ উৎসবের উদ্যোক্তা। বাংলাদেশের বিশিষ্ট রবীন্দ্র সঙ্গীত শিল্পী ড. সনজিদা খাতুনকে ‘পান্থজন’ সম্মাননা দেওয়া হচ্ছে এবার। উৎসবের দ্বিতীয় দিন রোববার তাকে এ সংবর্ধনা দেওয়া হবে।

পান্থজনের পক্ষ থেকে তার হাতে এ সম্মাননা তুলে দেবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সরকার।

শনিবার রাজধানীর নজরুল কলাক্ষেত্রে এই অনুষ্ঠানের উদ্বোধন করবেন রাজ্যের তথ্য সংস্কৃতি মন্ত্রী অনিল সরকার। সেদিন স্বদেশ এবং মুক্তির গান পরিবেশন করবে ছায়ানটের শিল্পীরা। উ‍ৎসবে বাংলাদেশ থেকে ২৩ জনের প্রতিনিধি দল অংশ নিচ্ছে।

রোববার সংবর্ধনা আয়োজনের পর ছায়ানট পরিবেশন করবে একক এবং সম্মেলক গানের অনবদ্য অনুষ্ঠান।

দুদিনের অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন আগরতলা পুর পরিষদের চেয়ারপার্সন প্রফুল্লজিত সিনহা।

বাংলাদেশ সময়: ১৯১৩ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১২
সম্পাদনা: আবু হাসান শাহীন, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।