ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

নিজ দলের বিধায়ককে সমালোচনা সিপিএমের!

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১০ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১২

আগরতলা (ত্রিপুরা): নিজ দলের বিধায়ক শঙ্কর প্রসাদ দত্তকে প্রকাশ্যে সমালোচনা করল ত্রিপুরা রাজ্য সিপিএম।
সিপিএমের বিধায়ক শঙ্কর প্রসাদ দত্তের বিরুদ্ধে থানায় গিয়ে পুলিশ অফিসারকে গালিগালাজ করার অভিযোগ ওঠে।

এ ব্যপারে দলের রাজ্য সম্পাদক বিজন ধর সংবাদ সম্মেলন করেন।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘‘বিধায়ক শঙ্কর প্রসাদ দত্ত ঠিক করেননি। তার এ ঘটনা পার্টি সমর্থন করে না। ’’
তিনি বলেন, ‘‘শঙ্কর প্রসাদ দত্ত একজন কংগ্রেস বিধায়কের মতো আচরণ করেছেন, যা দুর্ভাগ্যজনক। ’’

উল্লেখ্য, ৭৯ টিলাস্থ ম্যামোরিয়াল ক্লাবের ৭ থেকে ৮ জন সদস্য রাজধানীর জিবি বাজারে কালী পূজা উপলক্ষ্যে চাঁদা তুলতে বের হন। চাঁদা সংগ্রহকে কেন্দ্র করে বাজার চত্ত্বরে গুলি চালানোর ঘটনা ঘটে। গুলির শব্দ শুনে বাজারে উপস্থিত সাধারণ জনগণ আত্মরক্ষার্তে ছুটতে শুরু করেন। খবর পেয়ে পুলিশ সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে ছুটে যায়।
 
রাজধানী আগরতলার পূর্ব থানার পুলিশ ক্লাবের সম্পাদক এবং সভাপতিকে গ্রেফতার করে। বিধায়ক শঙ্কর প্রসাদ দত্ত ওই এলাকার জনপ্রতিনিধি। তিনি দু’জনকে ছাড়িয়ে আনতে থানায় যান। তার সঙ্গে পুলিশের বাগবিতণ্ডা হয়।

এ ঘটনায় রাজ্যের রাজনীতিতে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। অবশ্য তার দল সিপিএম এ কর্মকাণ্ডকে সমর্থন করেনি। শঙ্কর প্রসাদ দত্ত জানিয়েছেন, তিনি থানায় গিয়েছিলেন অন্য কাজে।

এ ঘটনায় সিপিএম যেভাবে নিজ দলের বিধায়ককে সমালোচনা করেছে, তাতে এটি পরিষ্কার যে, তারা শৃঙ্খলার প্রশ্নে কাউকে ছাড় দেবে না।

বাংলাদেশ সময়: ১৯৫৮ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১২
সম্পাদনা: জয়নাল ‍আবেদীন, নিউজরুম এডিটর ও অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।