ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

কলকাতার হুগলি সেতুতে ট্রেলার সংঘর্ষে আহত ১

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৮ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১২

কলকাতা: কলকাতা ও হাওড়ার মধ্যে সংযোগকারী দ্বিতীয় হুগলি সেতুতে দুই ট্রেলারের মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে।

এই ঘটনায় একজন আহত হয়েছেন।



শনিবার ভোর সাড়ে ৪টার দিকে এই সংঘর্ষের ঘটে। এতে  একটি ট্রেলার উল্টে গিয়ে আরেকটি সড়কে আড়াআড়িভাবে আটকে পড়ে। এর ফলে হুগলি সেতুতে ব্যাপক যানজটের সৃষ্টি হয়।

এই সংঘর্ষের কারণে কলকাতা থেকে হাওড়া যাওয়ার  রাস্তা বন্ধ গেছে। এছাড়াও একবালপুর, খিদিরপুর, আলিপুর, রেসকোর্সেও যান চলাচল বন্ধ হয়ে পড়েছে।

দ্বিতীয় হুগলি সেতুর ওপর ঘটা দুর্ঘটনার জেরে শহরের যানজটের প্রভাব এসে পড়েছে রাসবিহারী অ্যাভিনিউ পর্যন্ত।

অন্যদিকে, কোনা এক্সপ্রেসওয়ে ধরে কলকাতা আসার রাস্তাতেও তীব্র যানজট তৈরি হয়েছে।

ইতোমধ্যে ডিজাস্টার ম্যানেজমেন্ট দল ঘটনাস্থলে এসে ট্রেলার দুটিকে সরানোর কাজ শুরু করেছে।

বাংলাদেশ সময়: ১৩১২ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১২
আরডি/সম্পাদনা: সোহেলুর রহমান, নিউজরুম এডিটর; এনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।