ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ত্রিপুরায় সিপিএম থেকে বহিষ্কৃত নেতা খুন

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৬ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১২

আগরতলা (ত্রিপুরা): ত্রিপুরা রাজ্যে খুন হয়েছেন সিপিএম থেকে বহিষ্কৃত এক নেতা। সোমবার গভীর রাতে এ ঘটনা ঘটেছে কমলপুর মহকুমার মহাবীর চা বাগানে।

নিহত নেতার নাম ভরত সোনার। সন্ত্রাসীরা সঙ্ঘবদ্ধভাবে খুন করে তাকে। এ খুনের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। রাতেই মরদেহ উদ্ধার করে পুলিশ। পুলিশ খুনিদের ধরতে বিভিন্ন জায়গায় হানা দিচ্ছে। কিন্তু এখন পর্যন্ত কেউ গ্রেফতর হয়নি।

সোমবার সন্ধ্যায় ভরত সোনার মহাবীর চা বাগান থেকে রূপপুরে যান। সেখানেই রাতে খুনিরা তার ওপর সঙ্ঘবদ্ধভাবে আক্রমণ করে বলে জানা গেছে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ভরত সোনার ছিলেন সিপিএমের শ্রমিক সংগঠনের নেতা। কিন্তু দলবিরোধী কাজ করায় তাকে কিছু দিন আগে বহিষ্কার করে পার্টি।

বাংলাদেশ সময়: ১২০০ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১২
তন্ময় চক্রবর্তী/ সম্পাদনা: অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।