ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

সপ্তম বামফ্রন্ট সরকার গড়ার ডাকে ত্রিপুরায় যুব জমায়েত

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৬ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১২

আগরতলা (ত্রিপুরা): সপ্তম বামফ্রন্ট সরকার গড়ার ডাকে যুব জমায়েত করতে যাচ্ছে চারটি বামপন্থী ছাত্র যুব সংগঠন। আগামী ২৮ নভেম্বর ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলার আস্তাবল ময়দানে হবে এ জমায়েত।


এ খবর জানিয়েছেন ডিওয়াইএফআইয়ের ত্রিপুরা রাজ্য কমিটির সম্পাদক অমল চক্রবর্তী।

তিনি জানান, “সমাবেশের শ্লোগান হবে কেন্দ্রীয় সরকারের কর্মসংকোচন নীতি, ষড়যন্ত্র প্রতিহত করা ও রাজ্যে শান্তি-শৃঙ্খলা এবং উন্নয়নের ধারাকে অব্যাহত রাখা। ”

তিনি আরো বলেন, “দু’টি কাজের জন্যই চাই ত্রিপুরার বুকে আরেকটি বামফ্রন্ট সরকার। সপ্তম বামফ্রন্ট সরকার গড়ে তোলার আহবানেই ২৮ নভেম্বর আস্তাবল ময়দানে ডাক দেওয়া হয়েছে এই যুব জমায়েতের। ”

এই যুব জমায়েতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ডিওয়াইএফআইয়ের সর্ব ভারতীয় সম্পাদক অভয় মুখার্জী।

সাংবাদিক সম্মেলনে ডিওয়াইএফআইয়ের রাজ্য সম্পাদক অমল চক্রবর্তী বলেন, ‘‘এদিন তিনটি ব্রিগেড আসবে। ২০১৩ বিধানসভাকে কেন্দ্র করে রাজ্যে প্রভাব বাড়ছে কালো টাকার। এ জন্য রাজ্যের যুব সমাজকে সজাগ দৃষ্টি রাখার জন্য আহবান জানচ্ছি। ”

বাংলাদেশ সময়: ১৬০৮ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১২
সম্পাদনা: আসিফ আজিজ, নিউজরুম এডিটর ও অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।