ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

কলকাতায় বাংলাদেশ বইমেলা শুরু

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৫ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১২
কলকাতায় বাংলাদেশ বইমেলা শুরু

কলকাতা: পশ্চিমবঙ্গের কলকাতায় শুরু হলো বাংলাদেশ বইমেলা। কলকাতাস্থ বাংলাদেশ উপ-দূতাবাস, বাংলাদেশ এক্সপোর্ট প্রোমোশন ব্যুরো, বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতি এবং কলকাতা ইন্দো-বাংলাদেশ কালচারাল সেন্টার যৌথভাবে এ মেলার আয়োজন করেছে।



বৃহস্পতিবার কলকাতার রবীন্দ্র সদন সংলগ্ল নন্দনের গগনেন্দ্র প্রদর্শনশালায় সপ্তাহব্যাপী বাংলাদেশ বই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন পশ্চিমবঙ্গ সরকারের উচ্চশিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।


উদ্বোধনী অনুষ্ঠানে পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেন,  ‘‘পশ্চিমবঙ্গে পালা বদলের পর নতুন সরকার বাংলা ভাষাকে নিয়ে এক নতুন উন্মাদনার চেষ্টা করছে। এ উন্মাদনার ফলে বাংলাদেশের প্রখ্যাত সাহিত্যিক, লেখক ও গবেষকদের বই নিয়ে আগামী দিনে এক নতুন দিগন্ত খুলবে। ’’

এখানে শুধু প্রখ্যাতদেরই নয়, উদীয়মান লেখকদের লেখা সাহিত্য নিয়েও আলাপ-আলোচনা চলবে বলে তিনি আশা প্রকাশ করেন।

রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সব্যসাচী বসু রায়চৌধুরী বলেন, ‘‘দুই বাংলার সেতু গড়তে পারে একমাত্র বই। বাংলাদেশ বইমেলা পথিকৃৎ হয়ে থাকলো আগামী দিনে। ’’


অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কলকাতাস্থ বাংলাদেশের উপ-হাইকমিশনার আবিদা ইসলাম, হেড অফ দ্যা চান্সেরি আনোয়ারুল ইসলাম, প্রথম সচিব (প্রেস) কাজী মোস্তাক জহীর, প্রথম সচিব (পলিটিক্যাল) সরিফুদ্দিন, কাউন্সিলর (ভিসা) তোফাজ্জল হোসেন, বাংলাদেশ রফতানি উন্নয়ন ব্যুরোর উপ-সচিব সহিদুল জামান ফারুকী, প্রকাশ সমিতির ফরিদ আহমেদ, কলকাতা ইন্দো-বাংলাদেশ কালচারাল সেন্টারের সচিব বিদ্যুৎ দেবনাথ প্রমুখ।

এবারের বাংলাদেশ বইমেলায় মোট ২৬টি স্টল তাদের পুস্তক সম্ভার নিয়ে হাজির হয়েছে। এদের মধ্যে অনন্য প্রকাশনী, শিখা প্রকাশনী, কাকলী প্রকাশনী, অবসর প্রকাশনা সংস্থা, দি ইউনিভার্সিটি প্রেস লিমিটেড, মাওলা ব্রাদার্স, সাহিত্য প্রকাশ, বিজয় ডিজিটাল, ভাষা চিত্র, মিস্টেক পাবলিকেশনস, জাতীয় সাহিত্য প্রকাশ উল্লেখযোগ্য।

প্রতিদিন বেলা ২টা থেকে রাত ৮টা পর্যন্ত বাংলাদেশ বইমেলা চলবে। বইমেলায় প্রবেশের জন্য কোনো রকম মূল্য ধার্য করা হয়নি। কলকাতার জনগণের বই এর পিপাসা মেটাতে বই এর ওপর ২৫ শতাংশ ছাড় ঘোষণা দেওয়া হয়েছে।

বইমেলাকে আরো বেশি আকর্ষণীয় করার জন্য শুক্রবার বিড়লা তারামণ্ডল সেমিনার হলে বিকাল ৫টায় ‘‘বাংলা বই এর পাঠক ও বাংলা বই এর বাজার’’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করা হয়েছে। সভায় বক্তব্য রাখবেন ঐতিহাসিক মুনতাসীর মামুন, অধ্যাপক সঞ্জয় মুখোপাধ্যায়, কবি পঙ্কজ সাহা, সাংবাদিক রন্তিদেব সেনগুপ্ত।

২৫ নভেম্বর সন্ধ্যা ৬টায় কলকাতার রোটারি সদনে সুনীল গঙ্গোপাধ্যায় এবং হুমায়ূন আহমেদের প্রতি বাঙালি পাঠকের শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে উপস্থিত হয়ে বক্তব্য রাখবেন মুনতাসীর মামুন, সাংবাদিক আনিসুল হক, ফরিদ আহমেদ, কবি সুবোধ সরকার, নাট্যব্যক্তিত্ব বিভাস চক্রবর্তী, কবি প্রসূন ভৌমিক প্রমুখ।
    
বাংলাদেশ সময়: ১৯৫০ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১২
আরডি/সম্পাদনা: সোহেলুর রহমান, নিউজরুম এডিটর ও অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।