ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

‘মুখ্যমন্ত্রী তফসিলিদের স্বার্থ রক্ষায় আন্তরিক নন’

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫০ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১২

আগরতলা (ত্রিপুরা): ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সরকার তফসিলি জাতি গোষ্ঠী বিরোধী বলে অভিযোগ করেছেন বিরোধী দলীয় নেতা রতন লাল নাথ।

হাইকোর্ট বামফ্রন্টের বিধায়ক পার্থ দাসের তফসিলি পরিচয়পত্র জাল বলে ঘোষণা করায় সন্তোষ প্রকাশ করেন বিরোধী দলীয় এই নেতা।



গত মঙ্গলবার গৌহাটি হাইকোর্টের ইম্ফল বেঞ্চের বিচারপতি টি এন কে সিং ২০০৮ সালে শালগড়া বিধানসভা কেন্দ্র থেকে জয়ী বিধায়ক পার্থ দাসের প্রশংসাপত্র জাল বলে ঘোষণা দেয়।

পার্থ দাসের ইস্যুতে সর্বপ্রথম সরব হয়েছিলেন বিরোধী দলীয় নেতা রতন লাল নাথ।

রতন লাল বলেন, মুখ্যমন্ত্রী এ ব্যাপারে সব কিছু জানতেন। তারপরও গত চার বছর এই বিধায়ককে তিনি তার পাশে রেখেছেন। এতেই প্রমাণিত হয় মুখ্যমন্ত্রী তফসিলিদের স্বার্থ রক্ষায় আন্তরিক নন।

বিচারপতির এ রায়কে সাধুবাদ জানিয়ে বিরোধী দল নেতা রতন লাল নাথ এক সংবাদ সম্মেলনে অভিযোগ করেন, মুখ্যমন্ত্রী মানিক সরকার পার্থ দাসের জালিয়াতিকে দীর্ঘদিন ধরে চাপা দেওয়ার জন্য নানা চক্রান্ত করে গেছেন। বিধায়ক পার্থ দাসকে বাঁচানোর জন্য তার পক্ষে দাঁড়াতে বামফ্রন্ট দলকে বরাবরই লক্ষ্য করা গেছে।

তিনি অভিযোগ করে বলেন, মুখ্যমন্ত্রী এসসি সম্প্রদায় বিরোধী। এসসিদের জন্য আজ পর্যন্ত কিছু করেননি।

বিরোধী দলের নেতা অবিলম্বে বিধায়ক পার্থ দাসের বিরুদ্ধে রাজ্য সরকারকে তার বিধায়ক পদ বাতিল ও তাকে গ্রেফতারের দাবি জানান।

বাংলাদেশ সময়: ২০৪৫ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১২
টিসি/সম্পাদনা: সোহেলুর রহমান, নিউজরুম এডিটর ও অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর [email protected]

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।