ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ভারতের রাজনীতিতে একঘরে মমতা

নয়াদিল্লি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৪ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১২

নয়াদিল্লি: এফডিআই ইস্যুতে কেন্দ্রীয় সরকারের (ইউপিএ-২) বিরুদ্ধে সংসদে অনাস্থা প্রস্তাব এনে ভারতের রাজনীতিতে একঘরে হয়ে পড়েছেন পশ্চিমবঙ্গ ভিত্তিক দল তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি।

অনেক আশা করে কংগ্রেসের নেতৃত্বাধীন জোট সরকারকে বিদায় করতে সংসদে অনাস্থা প্রস্তাব তুলেছিলেন তিনি।

এ নিয়ে অনেক ঢাকঢোল পেটালেও ৫৪৫ আসনের মধ্যে নিজের দলের মাত্র ১৯টির বাইরে উড়িষ্যা ভিত্তিক দল বিজু জনতা পার্টির ৩ জন সাংসদের সমর্থন পান মমতা।

অনাস্থা প্রস্তাব নিয়ে আলোচনার জন্য প্রাথমিকভাবে সংসদে ৫০ জনের সমর্থন দরকার হয়। এদের সমর্থনের পর বিষয়টি নিয়ে আলোচনা হতো। এরপরই আসতো অনাস্থার প্রশ্নে ভোটাভুটি। কিন্তু অনাস্থা ভোটে সরকার পতনের জন্য প্রয়োজন হতো দুই-তৃতীয়াংশ সাংসদের সমর্থন।

সরকার পতনে মমতার স্বপ্ন বাস্তবায়ন হবে না তা ভারতের রাজনৈতিক সচেতন মানুষ মাত্রই জানতেন। মমতা নিজেও এটা জানতেন। এজন্য তিনি পুরানো বন্ধু বিজেপি ও চিরশত্রু সিপিএমের দ্বারস্থ হয়ে বলেন, আসুন সরকারকে বোল্ডআউট করে দিই।

মমতার এই সাহসী আবেদনে কেউ সাড়া দেননি। ফলে বৃহস্পতিবার শীতকালীন অধিবেশনের শুরুর দিনেই সংসদে খারিজ হয়ে গেল তৃণমূলের অনাস্থা প্রস্তাবের নোটিস৷

বিজেপির মুখপাত্র শাহনওয়াজ হুসেন বলেন, “অনাস্থা নোটিশ তৃণমূলের একটি চমক মাত্র। এ ব্যাপারে তৃণমূল সিরিয়াস হলে বিভিন্ন দলের সঙ্গে আলোচনা করেই এগুতো। কিন্তু এক্ষেত্রে ওরা কোনও আলোচনা না করেই নোটিস এনেছে৷ আলোচনা ও সঠিক রণনীতি তৈরি না করে প্রস্তাব সমর্থন করা সম্ভব নয়৷”

শুধু বিজেপি নয়, অন্য বিরোধী রাজনৈতিক দলগুলোর কথাবার্তাতেও পরিষ্কার হয়ে যায়, কেউই মমতার পথে হাঁটতে প্রস্তুত নয়।

এনডিএ শরিক জেডিইউ সাংসদ শরদ যাদব বলেন, “অনাস্থার পরিস্থিতি তৈরি হলে দেখা যাবে৷ কিন্তু আপাতত সংসদ চলতে দেওয়া উচিত৷”

সংসদ সচল রাখার পক্ষে জোর সওয়াল করে আরজেডি প্রধান লালুপ্রসাদ যাদব বলেন, “এই পরিস্থিতিতে অনাস্থা প্রস্তাব কেউ চায় না৷”

বিএসপি নেত্রী মায়াবতী বলেন, “কোন ধারায় আলোচনা হবে, সে ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার অধিকার আছে একমাত্র কেন্দ্রের৷ সংসদে আলোচনা হলে তখন নিজেদের অবস্থান নিয়ে ভাবনাচিন্তা করবেন৷”

এমনকি লোকসভা ও বিধানসভা ভোটে যে বামদল এসইউসির সঙ্গে তৃণমূলের জোট হয়েছিল, সেই দলের একমাত্র সাংসদ তরুণ মণ্ডল বলেন, অনাস্থা প্রস্তাব নিয়ে তৃণমূলের পক্ষ থেকে তাদের সঙ্গে কোনও কথা বলা হয়নি৷ এমনকি সমর্থনও চাওয়া হয়নি৷ তাই অনাস্থা প্রস্তাবে তাদের সায় নেই৷

এভাবে একের পর এক দল মমতাকে নিরাশ করায় রাষ্ট্রপতি নির্বাচনের পর অনাস্থা প্রস্তাব নিয়েও কার্যত একঘরে হয়ে পড়লেন তিনি৷ ইউপিএ-২ সরকারকে বোল্ড আউট করতে গিয়ে ভারতীয় রাজনীতিতে নিজেই বোল্ড আউট হলেন মমতা।

বাংলাদেশ সময়: ১৫০৬ ঘণ্টা, নভেম্বর ২৩. ২০১২
আরডি/জেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।