ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

কিষেণজির মৃত্যুর একবছর

পশ্চিমবঙ্গের জঙ্গলমহলে নাশকতার আশঙ্কা

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৯ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১২

কলকাতা: মাওবাদী নেতা কিষেণজির মৃত্যুর এক বছর পূর্তিতে পশ্চিমবঙ্গের জঙ্গলমহলে মাওবাদীরা নাশকতা কর্মকাণ্ড চালাতে পারে বলে সতর্ক বার্তা দিয়েছে কেন্দ্র এবং রাজ্যের গোয়েন্দারা।

গত বছরের ২৪ নভেম্বর জঙ্গলমহলে বুড়িশোলের জঙ্গলে যৌথ বাহিনীর সঙ্গে লড়াইয়ে নিহত হন মাওবাদী নেতা কিষেণজির।



ঘটনার একবছরের মধ্যে সুচিত্রা মাহাতো, রাজারাম সোরেনসহ জঙ্গলমহলের মাওবাদী বেশিরভাগ নেতা-নেত্রীরা একের পর এক আত্মসমর্পণ করেছেন।

কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা থেকে সতর্কবার্তা জারি করে বলা হয়েছে, কিষেণজির মৃত্যুর বদলা নিতে জঙ্গলমহলে হামলা চালাতে পারে মাওবাদীরা। একই রকম সতর্কবার্তা এসেছে রাজ্য সরকারের কাছ থেকেও৷

হামলা চালাতে ঝাড়খণ্ডের দিক থেকে মাওবাদীদের একটি দল রাজ্যে ঢুকেছে বলেও মনে করছেন গোয়েন্দারা।

গত ১৯ নভেম্বর থেকে মাওবাদীদের শহিদ সপ্তাহ শুরু হয়েছে, এটা চলবে ২৫ তারিখ পর্যন্ত।

অন্যদিকে, ডিসেম্বরের প্রথম সপ্তাহে পালিত হবে মাওবাদীদের গেরিলা বাহিনী সপ্তাহ। পরপর মাওবাদীদের এই দুই উপলক্ষ্য নাশকতার আশঙ্কাকে আরো প্রবল করে তুলেছে।

বিশেষভাবে সতর্ক করা হয়েছে ঝাড়গ্রামসহ গোটা পশ্চিম মেদিনীপুরকে। সীমানা এলাকাগুলিতে পুলিশি টহলদারির পাশাপাশি গাড়িতে গাড়িতে তল্লাশি চলছে। নিশ্ছিদ্র নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে জঙ্গলমহলকে।

বাংলাদেশ সময়: ১০৪৫ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১২
আরডি/সম্পাদনা: সোহেলুর রহমান, নিউজরুম এডিটর; নূরনবী সিদ্দিক সুইন, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।