ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ক্ষুদ্র শিল্পে বিনিয়োগের আহ্বান মমতার

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৪ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১২

কলকাতা: পশ্চিমবঙ্গে জমি পাওয়ার জটিলতাসহ নানা কারণে রাজ্যে বৃহৎ শিল্প নির্মাণ সময়সাপেক্ষ হওয়ায় ক্ষুদ্র শিল্পে বিনিয়োগের জন্য শিল্পপতিদের প্রতি আহ্বান জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।

শনিবার বিকেলে কলকাতার মিলনমেলায় শিল্পপতিদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘‘ক্ষুদ্রশিল্পেও সম্ভাবনা বিপুল, তাই রাজ্যে বড় শিল্পের পাশাপাশি ক্ষুদ্রশিল্পেও বিনিয়োগ করুন ৷’’

বিকল্প হিসেবে ক্ষুদ্র শিল্পে জোর দিয়ে তিনি বলেন, ‘‘বৃহৎ শিল্প চাই কিন্তু রাজ্যে ক্ষুদ্র শিল্পেরও বিপুল সম্ভাবনা ও কর্মসংস্থানের সুযোগ রয়েছে।

’’

মুখ্যমন্ত্রী অভিযোগ করেন,  রাজ্যে ক্ষুদ্র শিল্পের সম্ভাবনা থাকা সত্ত্বেও এতোদিন তার বিকাশ হয়নি। তাই তিনি ক্ষুদ্র শিল্প দফতর নিজের হাতে নিয়েছেন।

মুখ্যমন্ত্রী বলেন, ‘‘এরইমধ্যে রাজ্যে ১৭ হাজার নতুন উদ্যোগ শুরু হয়েছে। ক্ষুদ্র শিল্পে তৈরি হয়েছে ৪৭টি ক্লাস্টার। যাতে কর্মসংস্থান হয়েছে ১ লাখ ৫৪ হাজার। আগামী দিনে এক কোটি কর্মসংস্থান তৈরি করা হবে। ’’

কৃষকদের উন্নয়নে তিনি ঘোষণা করেন, ৩০ হাজার কৃষককে পাম্পসেট দেওয়া হবে। ‍এগুলো চালাতে তারা বিদ্যুতে ভর্তুকিও পাবেন। এছাড়া ৩০ হাজার সবজি বিক্রেতাকে কাঠের ভ্যান গাড়ি দেবে রাজ্য সরকার।

বাংলাদেশ সময়: ২০০৫ ঘণ্টা, ২৪ নভেম্বর, ২০১‌২
আরডি/ সম্পাদনা: জয়নাল আবেদীন, নিউজরুম এডিটর/একে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।