ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

আগরতলায় পিস্তলসহ এক যুবক আটক

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪২ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১২

আগরতলা (ত্রিপুরা): আগরতলায় পিস্তলসহ পুলিশের হাতে এক যুবক আটক হয়েছে।
রবিবার দুপুরে আগরতলার পূর্ব থানার পুলিশ ওই যুবককে আটক করে।

তার নাম রনবীর বর্ধন। যুবকের কাছ থেকে পিস্তলের সাথে দশটি বুলেটও উদ্ধার করা হয়।

তাকে বর্তমানে পূর্ব থানায় রেখে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। মনে করা হচ্ছে, দীপাবলির আগে রাজধানীর জিবি বাজারে যে গুলি চালানোর ঘটনা ঘটে তাতে রনবীর বর্ধনের সম্পৃক্ততা রয়েছে।

উল্লেখ্য, সম্প্রতি রাজধানীর জিবি বাজার চত্ত্বরে গুলির ঘটনা ঘটে। ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে ছুটে যায় বিশাল পুলিশ বাহিনী।  

ঘটনা বিবরণে জানা গেছে, ৭৯ টিলাস্থিত মেমোরিয়াল ক্লাবের ৭/৮ জন সদস্য জিবি বাজারে কালী পূজা উপলক্ষ্যে চাঁদা তুলতে বের হন। চাঁদা সংগ্রহকে কেন্দ্র করেই গুলির ঘটনা ঘটে।
 
এরপর পূর্ব থানার পুলিশ ক্লাবের সম্পাদক এবং সভাপতিকে গ্রেফতার করে। ওই এলাকার বিধায়ক শঙ্কর প্রসাদ দত্ত ওই দু’জনকে ছাড়িয়ে আনতে থানায় গেলে তার সাথে পুলিসের বচসা হয়।

এ ঘটনাকে কেন্দ্র করে চরম আলোড়ন হয় রাজ্যের রাজনীতিতে। শঙ্কর প্রসাদ দত্ত জানিয়েছেন, তিনি থানায় গিয়েছিলেন অন্য কাজে। তবে দল তার এই কৃতকর্মকে সমর্থন করেনি। দলের রাজ্য সম্পাদক বিজন ধর সংবাদ সম্মেলন করে বলেছেন, বিধায়ক শঙ্কর প্রসাদ দত্ত ঠিক কাজ করেননি।

পরে ওই ঘটনায় বিধায়কের বিরুদ্ধে মামলা দায়ের হলে জামিন নিতে বাধ্য হন।

বাংলাদেশ সময়: ১৯২২ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১২
টিসি/সম্পাদনা: সোহেলুর রহমান, নিউজরুম এডিটর ও অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।