ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

সাবেক ভারতীয় প্রধানমন্ত্রী আইকে গুজরাল হাসপাতালে

নয়াদিল্লি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪১ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১২

নয়াদিল্লিঃ বাংলাদেশের অকৃত্রিম বন্ধু হিসাবে পরিচিত ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দ্রকুমার গুজরাল মারাত্মক ‍অসুস্থ। ফুসফুসে সংক্রমণের কারণে উত্তরপ্রদেশের গুরগাঁওয়ের একটি হাসপাতালে সঙ্কটজনক অবস্থায় তাকে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে।



আইকে গুজরালের ছেলে সাংসদ নরেশ গুজরাল রোববার দুপুরে জানিয়েছেন, শনিবার থেকে শারীরিক পরিস্থিতির অবনতি হওয়ায় ভেন্টিলেশনে( কৃত্রিম শ্বাস প্রশ্বাস) রাখতে হচ্ছে তাঁকে৷ বর্তমানে তাঁর অবস্থা সঙ্কটজনক।

ফুসফুসে সংক্রমণের জেরে বেশ কিছুদিন ধরেই অসুস্থ ৯২ বছর বয়সী ভারতের এই সাবেক প্রধানমন্ত্রী ৷ একবছরেরও বেশি সময় ধরে তাঁর ডায়ালেসিস চলছিলো বলে জানা গেছে তার পারিবারিক সূত্রে৷

গঙ্গার পানি চুক্তি ও বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের সময় তার অসামান্য অবদান কৃতজ্ঞচিত্তে স্মরণ করা হয়।

বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১২
আরডি/ সম্পাদনা:রাইসুল ইসলাম,নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।