ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

কলকাতায় পালিত হল পবিত্র মহররম

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৬ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১২

কলকাতা: শ্রদ্ধা ও শোকের সঙ্গে রোববার কলকাতায় পালিত হল পবিত্র মহররম। ইরাকের কারবালার প্রান্তরে সংঘটিত বিয়োগান্তক ঘটনার স্মরণে শোক যাত্রা বের হয় কলকাতার রাজপথে।

সুসজ্জিত তাজিয়া নিয়ে প্রধান শোক যাত্রাটি শুরু হয় ধর্মতলার নাখোদা মসজিদ থেকে। লালবাজার, বিবি গাঙ্গুলী স্ট্রিট শিয়ালদা হয়ে বেলেঘাটার কারবালা মাঠে গিয়ে শেষ হয় এই যাত্রা। কালো পোশাক পড়ে মহানবী হযরত মুহাম্মদের (সা.) দৌহিত্র হাসান ও হুসেনকে স্মরণ করেন যাত্রায় অংশ নেওয়া শোক বিহ্বল মানুষ। লাঠি, নকল তলোয়ার নিয়ে চলে যুদ্ধ যুদ্ধ খেলা।

প্রতিবারের মতো এ বছরও অসংখ্য মানুষ এ শোক যাত্রায় অংশগ্রহণ করেছিলেন। সকাল থেকেই শোকযাত্রা দেখতে পথের দু’ ধারে জমায়েত হয়েছিলেন নানা বয়সী মানুষ। মিছিল ঘিরে ছিল কড়া নিরাপত্তা। কলকাতা পুলিশের কর্তারাও হাজির ছিলেন মিছিলের শুরুতে। উপস্থিত ছিল বিরাট পুলিস বাহিনীও।

বাংলাদেশ সময়: ২১১৬ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১২
আরডি
সম্পাদনা: রাইসুল ইসলাম,নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।