ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

মমতা প্রশাসনে শুধুই ইয়েসম্যান চান : ভারতের প্রেস কাউন্সিল

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৪ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১২

কলকাতা: ফের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধে কঠোর সমলোচনা করলেন ভারতের প্রেস কাউন্সিলের চেয়ারম্যান মার্কেন্ডেয় কাটজু৷

তিনি সোমবার বলেছেন, “অন্যের কথা শোনেননা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি৷ প্রশাসনে চান শুধুই ইয়েসম্যান৷” মুখ্যমন্ত্রীর কড়া সমালোচনা করে কাটজু আরও বলেন, “অসহিষ্ণুতায় ভুগছেন মমতা৷ শুধু ইয়েসম্যান-ই তার পছন্দ৷”

এদিকে কাটজুর আগে শনিবারই রাজ্যের ক্ষমতাসীন তৃণমূল সরকারের দলতন্ত্রের অভিযোগ তুলে সরব হয়েছেন ভারতের সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি ও পশ্চিমবঙ্গ মানবাধিকার কমিশনের চেয়ারম্যান অশোক গঙ্গোপাধ্যায়৷

তিনি বলেছেন, “এই রাজ্যেই হওয়া সাম্প্রতিক একটি ঘটনার প্রতি আমি আলোকপাত করতে চাই৷ সেখানে সঠিক পথে এগিয়ে একটি অপরাধের তদন্ত করার জন্য একজন ভাল অফিসারের কী পরিণতি হয়েছিল, আমরা সবাই জানি৷ তাঁকে বদলি করা হয়েছিল৷ কারণ, ‘পলিটিকাল বস’-এর বক্তব্যের উল্টো কথা তিনি বলেছিলেন৷”

তিনি আরও বলেন, “আমি বলছি না, এটা শেষের শুরু৷ কিন্তু এটা বলব, এটা এই রাজ্যে প্রশাসনে দলতন্ত্রের শুরু৷ তা বলে আমি কিন্তু আগের জমানার প্রশংসা করছি না৷ সেই সময়েও প্রশাসনে দলতন্ত্রের অনুপ্রবেশ ঘটেছিল৷ কিন্তু এখনকার মতো এতটা খারাপ অবস্থা তখন ছিল না৷ প্রশাসন সমালোচনা সহ্য করতে পারছে না৷ এই ব্যাপারে প্রশাসন ক্রমশ বেশি করে অসহিষ্ণু হয়ে পড়ছে। ”

বাংলাদেশ সময়: ১৯৩৪ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১২
আরডি/সম্পাদনা:রাইসুল ইসলাম,নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।