ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

এফডিআই ইস্যুতে তৃণমূলের অবস্থান বদল!

নয়াদিল্লি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৪ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১২

নয়াদিল্লি: ভারতের খুচরা ব্যবসায় বিদেশি বিনিয়োগ (এফডিআই) ইস্যুতে ভারতের রাজনীতিতে একঘরে হয়ে অবশেষে আগের অবস্থান থেকে একেবারে ১৮০ ডিগ্রি ঘুরে গিয়ে লোকসভায় ভোটাভুটি ছাড়াই আলোচনায় রাজি বলে সোমবার জানিয়েছে তৃণমূল কংগ্রেস।

যে মমতা ব্যানার্জি এফডিআই নিয়ে ইউপিএ-২ সরকারকে সংসদে বোল্ড আউট করতে অনাস্থা প্রস্তাব আনার রাস্তায় গিয়েছিলেন, তাদের এই অবস্থান পরিবর্তনে দিল্লির রাজনৈতিক মহলে বিস্ময় দেখা দিয়েছে।



এফডিআই নিয়ে কোন ধারায় আলোচনা হবে সে ব্যাপারে সর্বদলীয় বৈঠকের পর লোকসভায় তৃণমূলের নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় এই সিদ্ধান্ত জানিয়ে দেন।

তিনি বলেন, ‘‘লোকসভার স্পিকার মীরা কুমার যে ধারাতেই আলোচনার নির্দেশ দেবেন তাতেই আমরা রাজি। ’’  

সংসদের ১৯৩ ধারায় যদি ভোটাভুটি ছাড়াই আলোচনা হয়, তাহলেও আপত্তি নেই তৃণমূলের।

বাংলাদেশ সময়: ২০০৯ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১২
আরডি/ সম্পাদনা: জয়নাল আবেদীন, নিউজরুম এডিটর ও অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।