ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

দলবিরোধী কাজের জন্য রাম জেঠমালানিকে বহিষ্কার!

নয়াদিল্লি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪০ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১২

নয়াদিল্লি: দলবিরোধী মন্তব্যের জন্য প্রবীণ আইনজীবী রাম জেঠমালানিকে বহিষ্কার করতে চলেছে বিজেপি।

বিজেপি সূত্রে জানা গেছে, ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই প্রধানের নিয়োগ নিয়ে বাজে মন্তব্য করেন জেঠমালানি।

কিছুদিন আগে বিজেপির সভাপতি নীতিন গাডকিড়ির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠায় তাকে পদত্যাগের কথাও তিনি প্রকাশ্যে বলেন। এতে তার ওপর ক্ষুব্ধ হয় দল।

রাম জেঠমালানি আরো বলেন, “কারও এতো বড় ক্ষমতা নেই যে, আমার এই মন্তব্যের বিরোধিতা করেন। ”

রাম জেঠমালানিকে দল থেকে বহিষ্কারের জন্য বিজেপির সংসদীয় দল বৈঠক করেছে। যদিও দলীয়ভাবে এখনও কিছুই জানানো হয়নি।

ভারতের বিখ্যাত এই আইনজীবী বর্তমানে রাজ্যসভার বিজেপি সাংসদ।

বাংলাদেশ সময়: ২০৩৭ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১২
আরডি/সম্পাদনা: আসিফ আজিজ, নিউজরুম এডিটর ও অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।