ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ত্রিপুরায় মহাকরণের সামনে সরকার বিরোধী আওয়াজ কর্মচারীদের

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২০ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১২

আগরতলা (ত্রিপুরা): ত্রিপুরা রাজ্যের মহাকরণের সামনে দাঁড়িয়েই সরকার বিরোধী আওয়াজ তুললেন কর্মচারীরা। যে কৌশলে কলকাতায় গত নির্বাচনের আগে মহাকরণের অলিন্দে সরকার বিরোধী ভূমিকা নেওয়া হয়েছিল, বুধবার ঠিক একই কৌশল এবার দেখা গেল ত্রিপুরায়।



মঙ্গলবার রাজ্য সরকার সাত শতাংশ মহার্ঘ্যভাতা ঘোষণা করেছিল কর্মচারীদের জন্য। কিন্তু এতে খুশি নন কর্মচারীরা। কংগ্রেস সমর্থক কর্মচারীদের বক্তব্য, এতে তাদের কোনো লাভ হবে না।

এর প্রতিবাদে ‘মহাকরণ কর্মচারী সমিতি’ মহাকরণের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করে। সংগঠনটি কংগ্রেস নিয়ন্ত্রিত।
 
তাদের বক্তব্য, “রাজ্য সরকার যে সাত শতাংশ মহার্ঘ্যভাতা ঘোষণা দিয়েছে, তাতে কর্মচারীরা কোনো ক্ষেত্রেই লাভবান হননি। কেন্দ্রীয় সরকার কেন্দ্রীয় হারে মহার্ঘ্যভাতা দেওয়ার ঘোষণা দিয়েছিল। কিন্তু রাজ্য সরকার কর্মচারীদের সে হারে মহার্ঘ্যভাতা দিচ্ছে না। এরই প্রতিবাদে মহাকরণ কর্মচারী সমিতি বিক্ষোভে শামিল হয়। ”

সাত শতাংশ ডিএ দেয়ার পরও রাজ্য সরকার পুনরায় রাজ্যের সরকারি কর্মচারীদের চরম বঞ্চনার দিকে ঠেলে দিয়েছে বলে অভিযোগ করেন কর্মচারী নেতা অজয় বিশ্বাস।

খোদ মহাকরণের সামনে দাঁড়িয়ে সরকার বিরোধী স্লোগান এ রাজ্যে এবারই প্রথম।

বাংলাদেশ সময়: ১৮১৫ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১২
তন্ময় চক্রবর্তী/ সম্পাদনা: আসিফ আজিজ, নিউজরুম এডিটর ও অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর- [email protected]

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।