ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

বুধবার এক ঐতিহাসিক যুব জমায়েতের সাক্ষী রইল আগরতলা

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৬ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১২

আগরতলা (ত্রিপুরা):  বুধবার এক ঐতিহাসিক যুব জমায়েতের সাক্ষী রইল আগরতলা। সপ্তম বামফ্রন্ট সরকার গড়ার ডাকে ঐতিহাসিক যুব জমায়েত করেছে দুটি বামপন্থী যুব সংগঠন, ডি ওয়াই এফ আই এবং টি ওয়াই এফ।

এদিন রাজধানীর আস্তাবল ময়দান এই জমায়েত উপলক্ষে জনসমুদ্রের চেহার নেয়।

সমাবেশের প্রধান বক্তা ছিলেন রাজ্যে মুখ্যমন্ত্রী তথা সি পি এম পলিটব্যুর সদস্য মানিক সরকার। তিনি এই সমাবেশের জন্য যুবকদের অভিনন্দন জানান। তিনি তাঁর বক্তব্যে কেন্দ্রীয় সরকারের সমালোচনা করে বলেন, যুবদের জন্য কর্মসংস্থানের পথ বন্ধ করে দেয়া হচ্ছে। এই জায়গায় রাজ্যের সরকার নিজের সীমিত খমতার মধ্যে কাজের সুযোগ সৃষ্টি করছে। অল্প ক্ষমতার মধ্যে দারিয়ে রাজ্য সরকার রাজ্যটাকে সাজিয়ে তোলার চেষ্টা করছে।

মানিক সরকার বলেন, আগামী নির্বচনকে সামনে রেখে বড় ধরনের ষড়যন্ত্র হতে পারে রাজ্যে। কিন্তু যুব সম্প্রদায় যেন চোখ কান খলা রাখে। তা করা গেলেই ষড়যন্ত্র প্রতিহত করা সহজ হবে।

সমাবেশের শ্লোগান ছিল কেন্দ্রীয় সরকারের কর্ম সংকোচন নীতি এবং ষড়যন্ত্র প্রতিহত করা ও রাজ্যে শান্তি শৃঙ্খলা এবং উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে গড়ে তোল সপ্তম বামফ্রন্ট সরকার।

রাজ্যের প্রতিটি প্রান্ত থেকে এদিন যুবক যুবতীরা আসেন এই সমাবেশে। মিছিলে মিছিলে আলোড়িত হয় এদিন রাজধানী আগরতলা।

ডি ওয়াই এফ আই’র সর্বভারতীয় সম্পাদক অভয় মুখারজী সমাবেশে বলেন, কেন্দ্রীয় সরকারের কর্ম সংকোচন নীতি এবং ষড়যন্ত্র প্রতিহত করা ও রাজ্যে শান্তি শৃঙ্খলা এবং উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে চাই ত্রিপুরার বুকে আরেকটি বামফ্রন্ট সরকারের। তিনি বলেন এই সরকারই হচ্ছে রাজ্যের শান্তি, সম্প্রীতি, ঐক্য এবং উন্নয়নের গ্যারান্টি।

বাংলাদেশ সময়: ১৮৫৫ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।