ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

মাঠে নামল ত্রিপুরা মহিলা কংগ্রেস

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৫ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১২

আগরতলা (ত্রিপুরা): শাসক দল সিপিএমের মহিলা সংগঠন মাঠে নেমে পড়েছিল আগেই। এবার মাঠে নামল ত্রিপুরা মহিলা কংগ্রেস।



বিধানসভা নির্বাচনকে সামনে রেখে এক গুচ্ছ কর্মসূচিও সেরে নিয়েছে সিপিএমের মহিলা সংগঠন। কিছুটা দেরি হলেও শেষ পর্যন্ত মাঠে নেমে পড়ল কংগ্রেসের মহিলা সংগঠনও।

যদিও কংগ্রেসের মহিলা সংগঠনের পক্ষ থেকে গত কয়েকদিনে বেশকিছু মিছিল সভা সংগঠিত করা হয়েছিল, কিন্তু তা ছিলো বিক্ষিপ্তভাবে। দলীয় সমন্বয়ের প্রভাব চোখে পড়েনি এতে। তাই এবার আগে থেকেই ঘোষণা দিয়ে কর্মসূচি হাতে নিলেন তারা।

২০১৩ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্য মহিলা কংগ্রেস হাতে নিয়েছে একগুচ্ছ কর্মসূচি। কর্মসূচির অংশ হিসেবে আগামী ১০ ডিসেম্বর নারী সমাবেশ করতে চলেছেন তারা।
 
মহিলা কংগ্রেস সভানেত্রী বিভানাথ এ কর্মসূচি ঘোষণা করেন। তিনি জানান, এই নারী সমাবেশে কেন্দ্রীয় মন্ত্রী দীপু মনি মুনসিও উপস্থিত থাকার কথা রয়েছে।

বিভা নাথ বলেন, “সবদিক দিয়েই রাজ্য সরকার ব্যর্থ। ত্রিপুরাতে নারীরা সুরক্ষিত না। ”
এসময় রাজ্য সরকারের তীব্র সমালোচনা করেন বিভা নাথ। রাজ্যের মহিলাদের সামনে তারা সরকারের ব্যর্থতার দিকগুলোই প্রচারে তুলে ধরবেন বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৬৫২ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১২
সম্পাদনা: আসিফ আজিজ, নিউজরুম এডিটর/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।