ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

মমতাকে ইমেইলে সমালোচনা

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৪৪ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১২

কলকাতা: সম্প্রতি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অসহিষ্ণু হয়ে উঠছেন বলে অভিযোগ করেছেন প্রেস কাউন্সিল অফ ইন্ডিয়ার চেয়ারম্যান মার্কণ্ডেয় কাটজু।

তৃণমূল দলে শুধু ইয়েসম্যান-ই পছন্দ মমতার উল্লেখ করে কড়া সমালোচনা করে মমতাকে বৃহস্পতিবার মেইল পাঠান তিনি।



মমতা খামখেয়ালি আচরণ করছেন বলে অভিযোগ করে কাটজু মেইল বার্তায় বলেছেন, ‘‘সবাই আপনাকে ভয় পায়। খোলা মনে পরামর্শ দিতে পারছেন না মন্ত্রী-আমলারাও। আচরণ না বদলালে এবং আরও সহিষ্ণু না হলে আপনি  বেশিদিন মুখ্যমন্ত্রী পদে থাকতে পারবেন না। ’’

নানা সময় প্রকাশ্যে মুখ্যমন্ত্রীর রোষে পড়া অধ্যাপক অম্বিকেশ মহাপাত্র, শিলাদিত্য চৌধুরি, তানিয়া ভরদ্বাজের কাছে মুখ্যমন্ত্রীর ক্ষমা চাওয়া উচিত বলেও জানিয়েছেন কাটজু।

তিনি আরও বলেছেন, মুখ্যমন্ত্রীর ভুল স্বীকার করে কলকাতা পুলিশের কর্মকর্তা দময়ন্তী সেনকে আগের পদে ফেরানো উচিত।

বাংলাদেশ সময়: ০৪৩৩ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১২
আরডি/সম্পাদনা: সোহেলুর রহমান, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।