ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

কার্জন হলের আদলে কলকাতা বইমেলার প্রবেশ পথ

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৮ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০১২

কলকাতা: ৩৭তম আন্তর্জাতিক কলকাতা বইমেলার এবারের থিম ক্যান্ট্রি বাংলাদেশ। আগামী ২৬ জানুয়ারি এবারের বইমেলার উদ্বোধন করবেন বাংলাদেশের এমিরেটাস অধ্যাপক ড. আনিসুজ্জামান।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।

শুক্রবার বিকালে কলকাতার প্রেসক্লাবে বইমেলার আয়োজক পাবলিশার্স অব বুক সেলার্স গিল্ডের সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়। এদিন সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন গিল্ডের সম্পাদক ত্রিদিব চট্টোপাধ্যায়, বাংলাদেশের উপ-হাইকমিশনার আবিদা ইসলাম প্রমুখ।

ত্রিদিব চট্টোপাধ্যায় বলেন, এবারের বইমেলার মূল প্রবেশ পথটি ঢাকার কার্জন হলের আদলে নির্মান করা হচ্ছে। এছাড়া মেলায় যে সুবিশাল বাংলাদেশ প্যাভেলিয়ানটি নির্মিত হবে বাংলাদেশের জাতীয় সংসদের আদলে। মেলা উপলক্ষে যে সাহিত্য উৎসব হবে তাতে অংশ নেবেন নোবেল জয়ী লেখকের পাশাপাশি দুই বাংলার সাহিত্যিকরাও।

আবিদা ইসলাম বলেন, বাংলাদেশের প্যাভিলিয়ানে বাংলাদেশের ২২টি বেসরকারি এবং ৮টি সরকারি প্রকাশনা অংশ নেবে। কলকাতা বইমেলায় বাংলাদেশের পক্ষ থেকে হুমায়ূন আহমেদকে বিশেষভাবে তুলে ধরার পরিকল্পনা রয়েছে।

গিল্ডের পক্ষ থেকে এদিন জানানো হয়েছে, সদ্য প্রয়াত সাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায়, সৈয়দ মুস্তাফা সিরাজ এবং হুমায়ূন আহমেদকে নিয়ে বইমেলায় হবে নানা ধরনের অনুষ্ঠান।

এবারের বইমেলায় ভারতের বিভিন্ন প্রকাশন সংস্থা ছাড়াও বৃটেন, আমেরিকা, ইতালি, জাপান, ভিয়েতনাম, চীন, কোস্টারিকা, তুরস্ক ও লাতিন আমেরিকার বিভিন্ন দেশ অংশ নেবে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুরোধে এবার বইমেলা ৪ দিন বাড়ানো হয়েছে। মেলায় প্রবেশ করতে কোন মূল্য লাগবে না। আগামী ২৬ জানুয়ারি শুরু হয়ে বইমেলা চলবে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত।

বাংলাদেশ সময় : ১০২৭ ঘণ্টা, ডিসেম্বর ০১, ২০১২
আরডি/সম্পাদনা : সুকুমার সরকার, কো-অর্ডিনেশন এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।