ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

কলকাতা সফরসূচি বাতিল

আইকে গুজরালের শেষকৃত্যে যোগ দিতে দিল্লিতে প্রণব

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৫ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০১২

কলকাতা: দিল্লি ফিরে যাচ্ছেন ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জি। সাবেক প্রধানমন্ত্রী আই কে গুজরালের মৃত্যুতে শনিবার রাষ্ট্রপতির কলকাতা সফরসূচি বাতিল করা হয়েছে।



এদিনই দিল্লিতে প্রয়াত আই কে গুজরালের শেষকৃত্য সম্পন্ন হবে। তাতে যোগ দেবেন রাষ্ট্রপতি।

শুত্রবার রাতে কলকাতায় এসেছিলেন তিনি। এদিন তার কলকাতায় দুটি অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা। এরইমধ্যে ন্যাশনাল টেস্ট হাউসে হাইকোর্টের ১৫০ বছর পূর্তির অনুষ্ঠানটি স্থগিত রাখা হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা ছিল রাষ্ট্রপতির। তবে জানা গেছে, আগামী জানুয়ারিতে ফের সময় দিতে পারেন রাষ্ট্রপতি।    

এদিকে, শুক্রবার রাতেই রাজভবনে গিয়ে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাত্ করেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সাবেক প্রধানমন্ত্রী আই কে গুজরালের শেষকৃত্যে অংশ নিতে শনিবার সকালেই দিল্লি ফিরে যাওয়ার কারণে এদিন রাতেই রাজভবনে গিয়ে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করেন মুখ্যমন্ত্রী।

রাত পৌনে এগারোটা নাগাদ রাজভবনে পৌঁছান তিনি। সেখানে প্রায় আধঘণ্টা ধরে প্রণব মুখার্জির সঙ্গে কথাও বলেন তিনি।

বাংলানিউজের নয়াদিল্লি করেসপন্ডেন্ট জানিয়েছেন, সাবেক প্রধানমন্ত্রী আই কে গুজরালের এদিন দুপুর ৩টায় দিল্লির সমতা স্থলে শেষকৃত্য সম্পন্ন হবে।

ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দর কুমার গুজরাল শুক্রবার বেলা সাড়ে তিনটার দিকে নয়াদিল্লির গুরগাঁওয়ে মেদান্তা হাসপাতালে মারা যান। বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন আই কে গুজরাল। ১৯ নভেম্বর ফুসফুসের সংক্রমণের জন্য গুজরালকে হাসপাতালে ভর্তি করা হয়। প্রায় এক বছর ধরে তাঁকে চিকিত্সা দেওয়া হচ্ছিল। এরপর তিনি ফুসফুসের মারাত্মক সংক্রমণে আক্রান্ত হন।

১৯৯৬ থেকে ১৯৯৭ সাল পর্যন্ত গুজরাল ভারতের প্রধানমন্ত্রী ছিলেন। এদিন তার মরদেহে শেষ শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী মনমোহন সিং, রাষ্ট্রপতি প্রণব মুখার্জি।

বাংলাদেশ সময়: ১৩৪০ ঘণ্টা, ডিসেম্বর ০১, ২০১২
আরডি/ সম্পাদনা: নূরনবী সিদ্দিক সুইন, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর [email protected]

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।