ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

মালদহে লরির ধাক্কায় নিহত ৩

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২২ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০১২

কলকাতা: পশ্চিমবঙ্গের পুরাতন মালদা থানার আট মাইলের কাছে শনিবার সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত হয়েছেন।

এদিন ভোরে ৩৪ নং জাতীয় সড়ক দিয়ে যাওয়ার সময় লরির সঙ্গে একটি গাড়ির সঙঘর্ষে ঘটনাস্থলেই নিহত হন গাড়ির এক যাত্রী ৷ পরে গাড়ির বাকি ৭ যাত্রীকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে আরো ২ জনের মৃত্যু হয়।



বাকি ৫ জনের অবস্থাও আশঙ্কাজনক। নিহত ও আহতরা সকলেই মালদার বাসিন্দা। দক্ষিণ দিনাজপুরে বোল্লা কালীর পুজো দিয়ে ফিরছিলেন গাড়িটির যাত্রীরা। পরে মালদা থানার পুলিশ লরিটিকে আটক করলেও চালক পলাতক ৷

বাংলাদেশ সময়: ১৫৫৩ ঘণ্টা, ডিসেম্বর ০১, ২০১২
আরডি/সম্পাদনা: আবু হাসান শাহীন, নিউজরুম এডিটর, সুকুমার সরকার, কো-অর্ডিনেশন এডিটর 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।