ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ত্রিপুরায় আসন বন্টন নিয়ে বামফ্রন্টে অসন্তোষ

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২০ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০১২

আগরতলা (ত্রিপুরা): আসন ভাগাভাগি নিয়ে বামফ্রন্টের মধ্যে দেখা দিয়েছে অসন্তোষ। এ বছর অসন্তোষ সিপিএম এবং আরএসপির মধ্যে।

নির্বাচনকে সামনে রেখে আরএসপিকে একটি আসন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বামফ্রন্টের বড় শরিক সিপিআইএম। কিন্তু, দুটি আসনের দাবিতে এখনো অনড় রয়েছে আরএসপি।

রাজ্যে এসেছিলেন আরএসপির কেন্দ্রীয় নেতা ক্ষিতি গোস্বামী। দুটি আসনে প্রতিদ্বন্দিতা করার কথা স্পষ্টত জানিয়ে দেন তিনি।

১৯৭৮ সাল থেকে রাজ্যে আরএসপি দুটি আসনে প্রতিদ্বন্দিতা করে আসছে। তারা বরাবরই এই দুটি আসন জয়লাভ করেছে। আসন দুটি হল- রাধাকিশোরপুর এবং শালগড়া। কিন্তু এবার আরএসপিকে একটি আসন দেওয়ার কথা বলছে সিপিএম।

কারণ হিসেবে তারা বলেছে, ১৯৭৮ সালের পর এবার নির্বাচনী এলাকার পরিবর্তন হয়েছে। ফলে তাদের একটি আসনই নিতে হবে। এখন আর শালগড়া কেন্দ্র থ‍াকছে না। কিন্তু আরএসপি এই বক্তব্য মানতে রাজি নয়।

এদিকে গত বিধানসভা নির্বাচনেও বামফ্রন্টের অপর শরিক ফরোয়ার্ড ব্লকের সঙ্গে নির্বাচনী আঁতাত হয়নি। যার কারণ ছিল আসন ভাগাভাগি। কিন্তু, গত বছর ফরোয়ার্ড ব্লক আলাদাভাবে প্রতিদ্বন্দিতা করেছিল।

জিততে পারেনি একটিও আসন। কিন্ত তিনটি ক্ষেত্রে সিপিএম প্রার্থীকে হারিয়ে ভূমিকা রেখেছিল। এবারও সেই একই ঘটনার পুনরাবৃত্তি দেখতে পাচ্ছেন সাধারণ মানুষ।

বাংলাদেশ সময় : ১৯১৫ ঘণ্টা, ডিসেম্বর ০১, ২০১২
সম্পাদনা: আসিফ আজিজ, নিউজরুম এডিটর, সুকুমার সরকার, কো-অর্ডিনেশন এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।