ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ঋত্বিক ঘটকের নাতনির ‘রহস্যজনক মৃত্যু’

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩০ ঘণ্টা, ডিসেম্বর ৩, ২০১২

কলকাতা: উপমহাদেশের বিশিষ্ট পরিচালক প্রয়াত ঋত্বিক ঘটকের নাতনি অদিতি ঘটকের রহস্যজনক মৃত্য ঘটেছে ৷ রোববার দুপুরে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে তার মৃত্যু হয়৷এরপরই সন্ধ্যায় তার বন্ধুদের বিরুদ্ধে খুনের অভিযোগ করেছে পরিবার ৷

পারিবারিক সূত্রে জানা গিয়েছে, গত ৩০ নভেম্বর দুই বান্ধবী ও এক বন্ধুর সঙ্গে গাড়ি করে বেরিয়েছিলেন অদিতি৷ রাত সাড়ে ১০টায় সোনারপুরের খেয়াদায় তাদের গাড়ির দুর্ঘটনা ঘটেছে বলে খবর আসে৷

চেতলার বাসিন্দা অদিতির মা সংহিতা ঘটকের দাবি, ঘটনাস্থলে গিয়ে অদিতির কোনও বন্ধুকে খুঁজে পাননি তারা৷ এমনকি দুর্ঘটনার খবরও বাড়িতে তার বন্ধুরা দেননি৷  সোনারপুরের বাসিন্দাদের কাছ থেকে দুর্ঘটনার খবর পান তারা ৷ আশঙ্কাজনক অবস্থায় অদিতিকে উদ্ধার করে কলকাতার ইস্টার্ন বাইপাসের পাশে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়৷ সেখানেই তার মৃত্যু হয়৷

অদিতির মৃত্যুর খবর পেয়ে হাসপাতালে যান পুর ও নগরোন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিম৷ এদিকে তার ৩ বন্ধুর বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানা গেছে।

এদিন রাতে পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট আসার পরেই তদন্ত কোন পথে এগোবে তা ঠিক করবেন তদন্তকারী অফিসাররা৷

বাংলাদেশ সময়: ০৮০৭ ঘণ্টা, ডিসেম্বর ০৩, ২০১২
আরডি/ সম্পাদনা:রাইসুল ইসলাম,নিউজরুম এডিটর; জুয়েল মাজহার, কনসালট্যান্ট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।