ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ত্রিপুরায় বিচারক লাঞ্ছিত

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৬ ঘণ্টা, ডিসেম্বর ৪, ২০১২

আগরতলা (ত্রিপুরা): বন্ধুবান্ধব ও স্বজনদের নিয়ে পিকনিকে গিয়ে আক্রান্ত হয়েছেন এক বিচারক। আহত হয়েছেন ঐ বিচারকের বন্ধুবান্ধবসহ তার পরিবারের আরও কয়েকজন সদস্য।

এদিকে বিচারক লাঞ্ছিত হবার ঘটনা নাড়া দিয়েছে রাজ্য প্রশাসনকে।

সিপাহিজলা পার্ক এলাকায় এ ঘটনা ঘটে বলে জানা গেছে। ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ এ পর্যন্ত ১৫ জনকে আটক করেছে।

কয়েকজন বন্ধু এবং পরিবারের সদস্যদের নিয়ে গত কাল পার্কে বেড়াতে গিয়েছিলেন বিলোনিয়ার জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট প্রসেনজিৎ দেবনাথ।

সেখানে আরও কয়েকটি দল পিকনিক করতে আসে। পুলিশ জানায়, মদ্যপ কয়েক জন যুবক সেখানে বিচারকের পরিবারের কয়েকজন মহিলার সঙ্গে অশালীন আচরণ করে। প্রসেনজিৎবাবু তার প্রতিবাদ করায় তাঁদের উপর আক্রমণ চালায় মদ্যপ যুবকরা। আহত হন বিচারকসহ সাতজন।

ঘটনাটি জানতে পেরে পুলিশ বাহিনী ঘটনাস্থলে যায়। মঙ্গলবার দুপুর পর্যন্ত ১৫ জনকে গ্রেফতার করা হয়েছে। বিচারকের বোন অপর্ণা দেবনাথ এ বিষয়ে স্থানীয় থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। এদিকে অভিযুক্ত যুবকদের পক্ষ থেকেও অভিযোগ জানানো হয়েছে।

আজ ধৃত ব্যক্তিদের আদালতে তোলা হলে ধৃতদের জেল হেফাজতে রাখার নির্দেশ দেন আদালত।

পুলিশ জানিয়েছে, অভিযুক্তরা অধিকাংশই আগরতলা শহরের বাসিন্দা, অল্প বয়সের যুবক।

বাংলাদেশ সময়: ১৮১২ ঘণ্টা, ডিসেম্বর ০৪, ২০১২
প্রতিবেদন: তন্ময় চক্রবর্তী/সম্পাদনা: রাইসুল ইসলাম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।