ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

প্রচণ্ড কুয়াশায় আগরতলায় বিমান চলাচল ব্যাহত

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪১ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১২

আগরতলা (ত্রিপুরা): প্রচণ্ড ঠাণ্ডায় জবুথবু শহর। তাপমাত্রা নেমে গেছে স্বাভাবিকের চেয়ে অনেক নিচে।

ব্যাহত হচ্ছে বিমানসহ বিভিন্ন পরিসেবা।

মঙ্গলবার সকাল থেকেই রাজধানী কুয়াশার চাদরে ঢাকা ছিল। সকাল থেকে বেলা একটা পর্যন্ত কোনো বিমান নামতে পারেনি আগরতলা বিমান বন্দরে। যাত্রীরা বসে আছেন টার্মিনালে।

প্রচণ্ড কুয়াশা এবং ঠাণ্ডার জন্য শহরে সকালের দিকে তেমন কোনো যানবাহনও রাস্তায় নামেনি।

আবহাওয়া দফতর জানিয়েছে, এদিন সকালে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ১১ ডিগ্রি। যা স্বাভাবিকের চেয়ে প্রায় দশ ডিগ্রি কম।

বাংলাদেশ সময়: ১৭২৭ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১২
সম্পাদনা: জয়নাল আবেদীন ও রাইসুল ইসলাম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।