ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

নাসিকা গর্জন সম্মেলন কলকাতায়

কলকাতা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৪ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১২
নাসিকা গর্জন সম্মেলন কলকাতায়

কলকাতা : কলকাতার পার্ক হোটেলে দুইদিনব্যাপী নাক ডাকা সম্মেলন শনিবার শুরু হয়েছে। এ সম্মেলনের আয়োজক কলকাতার ইঅ্যান্ডটি অ্যাসোসিয়েশন।



এ সম্মেলন উদ্বোধন করেছেন প্রখ্যাত ইঅ্যান্ডটি বিশেষঞ্জ ডাঃ অধ্যাপক রবীন রায় চৌধুরী। সম্মেলনের আগের দিন পিয়ারলেস হাসপাতালে নাক ডাকা রোগীদের অপারেশন করা হয়।

অপারেশন করেন মুম্বাইয়ের ডাঃ বিকাশ আগরওয়াল এবং হায়দরাবাদের ডাঃ শ্রীনিবাস কিশোর।

উদ্বেধনী দিন শনিবার ইঅ্যান্ডটি বিশেষজ্ঞ চিকিৎসকগণ নাক ডাকা রোগীদের নানা সমস্যাবলী নিয়ে আলোচনা করছেন।

এ সম্মেলনে উপস্থিত থাকবেন সাহিত্যিক বুদ্ধদেব গুহ, বিচারপতি অসীম রায়, সুব্রত বসু, ডাঃ দ্বৈপ্যায়ন মুখোপাধ্যায়, সুবীর হালদার, ডাঃ পি বি রায় প্রমুখ।

বাংলাদেশ সময় : ১০২৭ ঘন্টা, ডিসেম্বর ২২, ২০১২
সম্পাদনা: সুকুমার সরকার, কো-অর্ডিনেশন এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।