ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ত্রিপুরায় এক নারীকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৯ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১২

আগরতলা (ত্রিপুরা): দিল্লিতে মেডিকেল ছাত্রীকে চলন্ত বাসে গণধর্ষণের ঘটনায় গোটা দেশ যখন বাকরুদ্ধ তখন ত্রিপুরায় ঘটলো মধ্যযুগীয় আরেক বর্বরতা।  

শুধুমাত্র পণের জন্য ত্রিপুরায় এক গৃহবধূকে গাছে বেঁধে নির্যাতনের ঘটনা ঘটেছে।

অসহায় ওই গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতনের দৃশ্য রেকর্ড করে মোবাইলে ছড়িয়ে দেওয়া হয়।

আগরতলা থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে বিশালগড় থানা এলাকার রাঙ্গাপানিয়া গ্রামে লোমহর্ষক এ ঘটনা ঘটে।

সোমবার সকালে এ ঘটনা ঘটার পর গোটা রাজ্যে তোলপাড় সৃষ্টি হয়েছে। যদিও ওই গৃহবধূ ভয়ে, লজ্জায় আগে পুলিশকে বলতে সাহস পাননি।

শুক্রবার রাতে স্থানীয় সিপিএম নেতাদের সাহার্যে গৃহবধূ স্থানীয় বিশালগড় থানায় অভিযোগ দায়ের করেন।

পুলিশ ঘটনায় জড়িত থাকার অভিযোগ কয়েক ব্যক্তিকে গ্রেফতার করলেও শনিবার তারা আদালত থেকে জামিন পেয়েছেন।

নির্যাতিত গৃহবধূর ৭ বছরের এক কন্যা সন্তান রয়েছে। শিশুটিকে তার মায়ের কাছে যেতে দেওয়া হয়নি।

গৃহবধূ জানিয়েছেন, এর আগেও পণের জন্য স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন তার মেয়েকে মেরেছে। বিভিন্ন সময়ে তাদের কাছ থেকে চাপ দিয়ে টাকা নিয়ে গেছে। তারপরও তাদের চাহিদা মেটেনি।

এদিকে, ঘটনার প্রতিবাদে শনিবার রাস্তায় নেমেছে সিপিএমের নারী সংগঠন। দুপুরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে ।

এদিকে, রাজ্যের মহিলা কমিশন ঘটনার তীব্র নিন্দা করেছে।

বাংলাদেশ সময়: ১৮১৬ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১২
সম্পাদনা: জয়নাল আবেদীন, নিউজরুম এডিটর, আশিস বিশ্বাস, অ্যাসিস্ট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।