ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

কুখ্যাত সন্ত্রাসী সুরন দেববর্মার আত্মসমর্পণ

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৬ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১২

আগরতলা (ত্রিপুরা): কুখ্যাত সন্ত্রাসী সুরন দেববর্মা ৮ সহযোগীসহ নিরাপত্তা বাহিনীর কাছে আত্মসমর্পণ করেছেন।

সুরন দেববর্মা ও তার সহযোগীরা ২০০২ সালের ২০ আগস্ট বিশ্রামগঞ্জের হীরাপুরে ২০ জন টিএসআর জওয়ানকে হত্যা করেছিলেন।

এটাই এখন পর্যন্ত রাজ্যে নিরাপত্তা বাহিনীর ওপর সবচেয়ে বড় হামলা। এছাড়াও অসংখ্য খুন ও অপহরণের সঙ্গে জড়িত ছিলেন এই কুখ্যাত সন্ত্রাসী।

গত কয়েক সপ্তাহ যাবৎ সুরন শিলাছড়ি এবং করবুক এলাকায় অবস্থান করছিলেন। সেখান থেকে গ্রামে চাঁদার নোটিস পাঠাতেন। সুরন দেববর্মা বেআইনি ঘোষিত জঙ্গি সংগঠন ন্যাশনাল লেবারেশন ফ্রন্ট অব ট্রিপুরার (এনএলএফটি, বিশ্বমোহন) হয়ে কাজ করতেন। তার বাড়ি বিশালগড় মহকুমার গোলাঘাটি এলাকায়।
রাজ্য পুলিশের সদর দফতর থেকে জানানো হয়েছে, শনিবার রাতে তারা বিএসএফ জওয়ানদের কাছে আত্মসমর্পণ করেন। এ সময় তারা একটি একে ৪৭ রাইফেল, একটি রিভলবার এবং একটি গ্রেনেড জমা দেন।
সুরন দেববর্মা ছাড়া অন্য যারা আত্মসমর্পণ করেছেন, তারা হলেন- হুকু দেববর্মা (২২), বুধিজয় ত্রিপুরা, ভানু দেববর্মা, আদু মগ, চাম্পা কুমার ত্রিপুরা, ধনরঞ্জন ত্রিপুরা, মনোরঞ্জন ত্রিপুরা এবং সুবিনাথ ত্রিপুরা।
বর্তমানে বিএসএফ সদস্যরা তাদের জিজ্ঞাসবাদ করছে।

বাংলাদেশ সময়: ১৬১৪ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১২
সম্পাদনা: জয়নাল আবেদীন, নিউজরুম এডিটর, আশিস বিশ্বাস, অ্যাসিস্ট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।