ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ঠাণ্ডায় কাঁপছে ভারতের উত্তর-পূর্বাঞ্চল

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৩ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১২

আগরতলা (ত্রিপুরা): বছর শেষের আগে শীতের তীব্রতা বেড়েছে ত্রিপুরায়। প্রচণ্ড ঠাণ্ডায় কাঁপছে ত্রিপুরা  রাজ্য।

শুধু ত্রিপুরা নয়। এই অবস্থা গোটা উত্তরপূর্বাঞ্চল জুড়ে।  

বৃহস্পতিবার ছিল এই মৌসুমের শীতলতম দিন। তাপমাত্রা আরও কমতে পারে বলে আবহাওয়া অধিদপ্তর থেকে জানানো হয়েছে।

বৃহস্পতিবার সকালে তাপমাত্রা ছিল ৯ ডিগ্রি। দিনের সর্বোচ্চ তাপমাত্রা নেমেছে সাধারণের চেয়ে প্রায় বারো ডিগ্রি কম। তাই শীত অনুভূত হচ্ছে বেশি।

সূর্যের দেখা মেলেনি আজও। গত তিন দিন একই অবস্থা। সূর্য না ওঠার কারণেই বাড়ছে শীতের দাপট। সঙ্গে পাল্লা দিয়ে চলছে কুয়াশার আক্রমণ। বেলা এগারোটা পর্যন্ত কুয়াশায় ঢেকে থাকছে রাজধানী। আর সন্ধ্যা নামতেই ফের একই অবস্থা।

গত একসপ্তাহ জুড়ে শৈত্যপ্রবাহ চলছে রাজ্যে। আবহাওয়া অফিস থেকে জানানো হয়েছে, হিমালয়ের দিক থেকে ধেয়ে আসা বরফ হাওয়ার কারণেই ঠাণ্ডা বেশি। শীতের দাপট আগামী কয়েকদিনে আরও বাড়বে বলে জানিয়েছে তারা।

বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১২
তন্ময়/সম্পাদনা: আসিফ আজিজ, নিউজরুম এডিটর, সুকুমার সরকার, কো-অর্ডিনেশন এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।