ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

বাড়ি বাড়ি কর্মী পাঠাবে সিপিএম

আগরতলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২১ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১২

আগরতলা (ত্রিপুরা): বাড়ি বাড়ি দলীয় কর্মী পাঠাবে সিপিএম। নির্বাচন সামনে রেখে কঠিন চ্যালেঞ্জ মোকাবেলায় এমনই রণকৌশল নিয়েছে তারা।

নির্বাচন যতোই ঘনিয়ে আসছে ততোই শক্ত চ্যালেঞ্জের মুখে বামপন্থিরা। প্রথমদিকে মনে হয়েছিল, ত্রিপুরায় হাড্ডাহাড্ডি লড়াই হবে না। কারণ কংগ্রেসসহ বিরোধীদের তেমন কোনো ইস্যু বা সরকার বিরোধী আন্দোলন নেই।
কিন্তু বিভিন্ন ইস্যু নিয়ে ময়দানে বিরোধীরা নামতেই চিন্তার ভাঁজ বাম নেতাদের কপালে। তাছাড়া কংগ্রেস বেকার ভাতা দেওয়ার যে প্রতিশ্রুতি দিয়েছে, তাতে রাজ্যের যুবকদের বিরাট একটি অংশ মোহগ্রস্ত হয়েছে বলে স্বীকার করেছেন বাম নেতারা।

এ অবস্থা থেকে বেরিয়ে আসতে নিজেদের সাংগঠনিক শক্তির ওপরই ভরসা করছে সিপিএম। এমনকি নির্বাচনে জয়ের স্বপ্ন দেখছে।

সিপিএম দলীয় সূত্রে জানা গেছে, প্রতিটি এলাকায় তিনটি করে কর্মী ব্রিগেড করা হবে। একটি যুবদের, একটি নারীদের এবং একটি বয়স্কদের। তারা ভোটারদের বাড়ি বাড়ি যাবেন। প্রতিটি ভোটারের সঙ্গে কথা বলবেন। রাজ্যে বামফ্রন্ট সরকার কেন দরকার তা বুঝিয়ে বলবেন।

বর্তমানে এই ব্রিগেড গঠনের কাজ চলছে। নতুন বছরের শুরু থেকেই তিন ব্রিগেড নিয়ে পাড়ায় পাড়ায় ঝাঁপিয়ে পড়বে সিপিএম।

বাংলাদেশ সময়: ১৯১৩ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১২
সম্পাদনা: জয়নাল আবেদীন, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।