ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

নির্বাচনিক আধিকারিকদের ঘেরাওয়ের ঘোষণা দিল কংগ্রেস

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৪ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১২

আগরতলা (ত্রিপুরা): ভোটার তালিকায় অনিয়মের অভিযোগ তুলে রাজ্যের নির্বাচনিক আধিকারিকদের ঘেরাও করার ঘোষণা দিয়েছে কংগ্রেস। এর তীব্র বিরোধিতা করেছে সিপিএম।



রাজ্য কংগ্রেসের এ কর্মসূচির তীব্র বিরোধিতা করে সিপিএম বলেছে, কংগ্রেস এসব করছে রাজ্যের বিধানসভা নির্বাচনকে পিছিয়ে দেওয়ার জন্য।

এর আগে রাজ্যের ভোটার তালিকা নিয়ে ব্যাপক অনিয়মের অভিযোগ তোলে বিরোধী দল কংগ্রেস। ২১ ডিসেম্বর কংগ্রেস সভাপতি সুদীপ রায় বর্মণ এবং বিধায়ক সুবল ভৌমিক দিল্লি গিয়ে মুখ্য নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করে ভোটার তালিকা নিয়ে অভিযোগ জানান। নির্বাচন কমিশনারকে তারা বলেন, শতভাগ নির্ভুল ভোটার তালিকা ছাড়া নির্বাচন করা যাবে না।

সেদিন তারা ভোটার তালিকা নিয়ে ৮ হাজার অভিযোগ জমা দিয়েছিলেন। এর আগে বেশ কয়েকবার ভোটার তালিকা নিয়ে অভিযোগ জানিয়েছে কংগ্রেস।

কংগ্রেসের অভিযোগের ভিত্তিতে দিল্লির মুখ্য নির্বাচন কমিশন ভোটার তালিকা মিলিয়ে দেখতে কয়েকবার পর্যবেক্ষকদের রাজ্যে পাঠান। কিন্তু তারা খুব বেশি সমস্যা খুঁজে পাননি। তারা ভোটার তালিকা দেখে সন্তুষ্টি প্রকাশ করেন।

এর পরই কংগ্রেসের পক্ষ থেকে বলা হয়, রাজ্যের নির্বাচন কমিশন সিপিএমের হয়ে কাজ করছে।

এঘটনার পরিপ্রেক্ষিতে রাজ্যের সমস্ত নির্বাচনী আধিকারিকদের ঘেরাও করার কর্মসূচি হাতে নেয় কংগ্রেস। আগামী সোমবার রাজ্যের ৬০টি বিধানসভা এলাকা এবং রাজধানী আগরতলায় নির্বাচনী আধিকারিকদের ঘেরাও করা হবে বলে কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়েছে।

কংগ্রেসের এ কর্মসূচির তীব্র বিরোধিতা করেছে সিপিএম। দলের রাজ্য সম্পাদক বিজন ধর বলেছেন, নির্বাচন কমিশন একটি সাংবিধানিক পদ। একে কালিমালিপ্ত করছে কংগ্রেস। এভাবে নির্বাচন কমিশনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে তারা নির্বাচনকে পিছিয়ে দিতে চাইছে।

বাংলাদেশ সময়: ১৮৪৭ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১২
সম্পাদনা: জয়নাল আবেদীন, নিউজরুম এডিটর, আশিস বিশ্বাস, অ্যাসিস্ট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।