ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

৫ জানুয়ারি ত্রিপুরা আসছে ভারতের নির্বাচন কমিশনের পূর্ণাঙ্গ টিম

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১২ ঘণ্টা, জানুয়ারি ১, ২০১৩

আগরতলা (ত্রিপুরা): ৫ জানুয়ারি ত্রিপুরা আসছে ভারতের নির্বাচন কমিশনের পূর্ণাঙ্গ টিম। নির্বাচন কমিশন থেকে প্রাপ্ত খবরে জানা গেছে, জাতীয় মুখ্য নির্বাচন কমিশনার ভি এস সম্পতের নেতৃত্বে কমিশনের টিম আসবে ত্রিপুরা রাজ্যে।

এ টিমের সফর এবং তাদের রিপোর্টের ভিত্তিতেই রাজ্যে নির্বাচনী ঘোষণা দেওয়া হবে।

জানা গেছে, ৫ জানুয়ারি কয়েক ঘণ্টার জন্য এসে কমিশনের টিম ওই দিনই দিল্লিতে ফিরে যাবে।

এ ঝটিকা সফরে কমিশনের টিম রাজ্যের বিভিন্ন নির্বাচনী কর্মকর্তার সঙ্গে বৈঠক করবেন। এছাড়া এবিষয়ে তারা রাজ্যের বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গেও মতবিনিময় করবেন।

নির্বাচন কমিশনের পূর্ণাঙ্গ টিমের সফরের পরই রাজ্যের বিধানসভার ভোটের তফশিল ঘোষণা হবে বলেও মনে করা হচ্ছে।

এদিকে, কমিশনের পূর্ণাঙ্গ টিমের সফরকে বেশ গুরুত্ব দিচ্ছে বিভিন্ন রাজনৈতিক দল। কারণ, ইতোমধ্যে প্রধান বিরোধী দল কংগ্রেস ভোটার তালিকা নিয়ে প্রচুর অভিযোগ জমা দিয়েছে কমিশনে। তাদের অভিযোগের ভিত্তিতে কয়েক দফায় পর্যবেক্ষকও পাঠিয়েছে কমিশন।

নির্বাচন কমিশনের পূর্ণাঙ্গ টিমের কাছেই রাজনৈতিক দলগুলো তাদের বক্তব্য জানানোর শেষ সুযোগ পাবে।

নির্বাচনী ঘোষণা হয়ে গেলে ভোটার তালিকা বা অন্য কিছু নিয়ে আর অভিযোগ জানানো যাবে না।

বাংলাদেশ সময়: ১৭০৪, জানুয়ারি ০১, ২০১২
সম্পাদনা: মীর সানজিদা আলম, নিউজরুম এডিটর, আশিস বিশ্বাস, অ্যাসিস্ট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।