ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ত্রিপুরায় দুর্ঘটনা: ২০১২ সালে সবচেয়ে বেশি

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৫ ঘণ্টা, জানুয়ারি ২, ২০১৩

আগরতলা (ত্রিপুরা): ভারতের ত্রিপুরায় রাজ্যে কিছুতেই কমছে না সড়ক দুর্ঘটনার সংখ্যা। প্রতি বছর বাড়ছে লাফিয়ে লাফিয়ে।

প্রাণ হারিয়েছেন, হারাচ্ছেন অসংখ্য সাধারণ মানুষ।

২০১২ সাল ছিল রাজ্যের জন্য সবচেয়ে বেশি দুর্ঘটনাপ্রবণ। গত বছর সড়ক দুর্ঘটনায় রাজ্যে মৃত্যু হয়েছে ২৯১ জনের, যা গত কয়েক বছরের মধ্যে সব চেয়ে বেশি।

গত মঙ্গলবার থেকে ত্রিপুরায় শুরু হয়েছে সড়ক নিরপত্তা সপ্তাহ। প্রতি বছর জানুয়ারি মাসের প্রথম সপ্তাহটিকে পালন করা হয় সড়ক নিরাপত্তা সপ্তাহ হিসাবে। কিন্তু এবার এই সপ্তাহের সূচনাতেই বেশ উদ্বেগ প্রকাশ করা হয়েছে বেড়ে চলা দুর্ঘটনার কারণে। প্রচার, আন্দোলন, নিরাপত্তার কর্মসূচি কোনো কাজে আসছে না। কারণ দুর্ঘটনায় নিহতের সংখ্যা ক্রমাগত উচ্চমুখী।

২০১০ সালে রাজ্যে সড়ক দুর্ঘটনার সংখ্যা ছিল ৯০১টি। এতে প্রাণ হারিয়েছিলেন ২২৫ জন। আহত হয়েছিলেন ১২৬৯ জন।

আর ২০১১ সালে এ সংখ্যা বাড়ে পায় আরো। ২০১১ সালে রাজ্যে সড়ক দুর্ঘটনার সংখ্যা ছিল ৭৫৭টি। এতে প্রাণ হারিয়েছিলেন ২৩১ জন। আহত হয়েছিলেন ৯৬৩ জন। ঐ বছর দুর্ঘটনার সংখ্যা কিছুটা কমলেও কমেনি নিহতের সংখ্যা। মৃত্যুর সংখ্যা আগের বছরের চেয়ে হয়েছিল বেশি।

কিন্তু গত কয়েক বছরের হিসাবকে ছাড়িয়ে যায় ২০১২ সাল। ২০১২ সালে রাজ্যে সড়ক দুর্ঘটনার সংখ্যা ছিল ১০১৫টি। এতে প্রাণ হারিয়েছিলেন ২৯১ জন। আহত হয়েছিলেন ১৩৮২ জন।

দুর্ঘটনার ঘটনা সবচেয়ে বেশি ঘটছে রাজধানী আগরতলা শহরে। এবং তার আশপাশ এলাকায়। বছরের প্রতি দিনই কোনো না কোনো দুর্ঘটনা ঘটছে রাজ্যে।

এ ঘটনায় উদ্বিঘ্ন রাজ্য প্রশাসন, সাধারণ মানুষ সবাই। সবার এখন একটাই চাওয়া কীভাবে কমানো যায় এই সড়ক দুর্ঘটনা।

বাংলাদেশ সময়: ১৫১৮ ঘণ্টা, জানুয়ারি ০২, ২০১২
তন্ময়/সম্পাদনা: আসিফ আজিজ, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।