ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ত্রিপুরায় সুধীর রঞ্জন মজুমদারের চতুর্থ মৃত্যুবার্ষিকী পালিত

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭০৫ ঘণ্টা, জানুয়ারি ৫, ২০১৩

আগরতলা (ত্রিপুরা): কংগ্রেসকে আরও একবার ত্রিপুরার শাসন ক্ষমতায় বসানোর আহ্বানের মধ্য দিয়ে রাজ্যের সর্বত্র পালিত হয়েছে প্রাক্তন মুখ্যমন্ত্রী সুধীরর রঞ্জন মজুমদারের চতুর্থ মৃত্যুবার্ষিকী। ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে শুক্রবার নানা আয়োজনের মধ্য দিয়ে তাঁর দিনটি পালন করা হয়।



শুক্রবার সকালে প্রদেশ কংগ্রেস ভবনে সুধীর রঞ্জনের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে তাঁকে শ্রদ্ধা জানিয়ে স্মরণ করেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের সদস্যরা।

ত্রিপুরার প্রদেশ কংগ্রেস ভবনে মূল অনুষ্ঠানে অ্যাডভোকেট হরেকৃষ্ণ ভৌমিক বলেন, “আজ সারা রাজ্যে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হচ্ছে প্রয়াত মুখ্যমন্ত্রীকে। ”

এছাড়া বিকেল ৫টায় কংগ্রেস ভবনে সুধীর রঞ্জনের স্মরণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ সময়: ০৬১৬ ঘণ্টা, জানুয়ারি ০৫, ২০১৩
সম্পাদনা: হাসান শাহরিয়ার হৃদয়, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।