ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

কলকাতা বইমেলায় আমন্ত্রিত অমর্ত্য ও ইউনূস

কলকাতা সংবাদদাতা | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১৪ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০১৩
কলকাতা বইমেলায় আমন্ত্রিত অমর্ত্য ও ইউনূস

কলকাতা: আসন্ন ৩৭তম কলকাতা বইমেলার থিম বাংলাদেশ। আর এই মেলার ‘বইমেলা ও কলকাতা লিটারারি মিট’-এ দুই বাংলার দুই নোবেলজয়ী অমর্ত্য সেন ও ড. মুহাম্মদ ইউনূসকে আমন্ত্রণ জানানো হয়েছে।



মহাকরণে মুখ্যসচিব সঞ্জয় মিত্র ও সরকারি দফতরগুলোর সঙ্গে বৈঠকের পর একথা জানান গিল্ডের সম্পাদক ত্রিদিব চট্টোপাধ্যায়।

আগামী ২৬ জানুয়ারি শুরু হচ্ছে কলকাতা বইমেলা। গিল্ডের সভাপতি সুধাংশুশেখর দে জানান, ‘‘কলকাতা লিটারারি মিট হবে ৩০ জানুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি। ”

ত্রিদিব চট্টোপাধ্যায় জানান, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশ সায়েন্স সিটি থেকে মিলনমেলা পর্যন্ত আন্ডারপাস তৈরি হচ্ছে। এর উদ্বোধন হবে বইমেলার উদ্বোধনের একদিন আগে। যানজট নিরসনে আন্ডারপাসটি করা হচ্ছে।

ত্রিদিব বলেন, ‘‘রাজ্য সরকারের সহযোগিতায় আরও সুন্দর হবে এবারের বইমেলা। বইমেলার উদ্বোধন করবেন সাহিত্যিক আনিসুজ্জমান। উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, বাংলাদেশের অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিদ উপস্থিত থাকবেন। ”

মুখ্যসচিবের সঙ্গে বৈঠকে ত্রিদিববাবু ও সুধাংশুবাবু ছাড়াও ছিলেন গিল্ডকর্তা যোগেশ তান্না, রজু বর্মন,  তথ্যসংস্কৃতি দফতরের সচিব নন্দিনী চক্রবর্তী, পুর কমিশনার খলিল আহমেদ, কেএমডিএ-এর সিইও বিবেক ভরদ্বাজ, কলকাতা পুলিশের নগরপাল রঞ্জিতকুমার পচনন্দা, পরিবেশ, পরিবহন, অগ্নিনির্বাপণ দফতরের আধিকারিকরা। বইমেলা প্লাস্টিকের ব্যবহার একেবারে বন্ধ করতে বিশেষ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

পরিবহন দফতর অতিরিক্ত ৫০টি বাস চালাবে। উল্টোডাঙা, রুবি ও পার্ক সার্কাস থেকে থাকবে গিল্ডের বাস। এবারও কলকাতা পুলিশের স্টল থেকে জনস্বাস্থ্য কারিগরি দফতরের পক্ষ থেকে খাবার পানির পাউচ সরবরাহ করা হবে।

বাংলাদেশ সময়: ২১৫৩ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০১৩
সুকুমার সরকার/সম্পাদনা: শরিফুল ইসলাম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।