ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ধর্ষণে দোষীদের কারাদণ্ড চেয়েছে রাজ্য সরকার

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৪ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৩

আগরতলা (ত্রিপুরা): দিল্লি ধর্ষণের ঘটনায় দোষীদের আমৃত্যু কারাদণ্ড চেয়েছে ত্রিপুরার রাজ্য সরকার। এছাড়া নারী নির্যাতন রোধে আরও কঠোর আইন প্রণয়ন ও এ ধরনের ঘটনার তদন্ত দ্রুত শেষ করার দাবি জানিয়েছে তারা।



দিল্লিতে গত ১৬ ডিসেম্বর গণধর্ষণের শিকার তরুণীর ২৯ ডিসেম্বর মৃত্যুবরণ করে। এ ঘটনার পর কেন্দ্রীয় সরকার সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতিকে চেয়ারম্যান করে একটি কমিশন গঠন করে। ধর্ষণ এবং বিভিন্ন নারী ঘটিত অপরাধের ক্ষেত্রে কি শাস্তি হওয়া উচিত, সে সম্বন্ধে রায় দেবে এ কমিশন। কেন্দ্রীয় সরকার প্রতিটি রাজ্যের মতামত চায় এ ব্যাপারে।

রাজ্যের মুখ্য সচিব এস কে পাণ্ডা জানিয়েছেন, রাজ্য মন্ত্রীসভা কেন্দ্রীয় সরকারের চিঠির প্রেক্ষিতে একটি প্রস্তাব অনুমোদন করেছে। সেখানে বলা হয়েছে, ধর্ষণ ও গুরুতর নারী ঘটিত অপরাধের ক্ষেত্রে বর্তমান আইন পরিবর্তন করা হোক। নতুন আইনে দোষীদের আমৃত্যু কারাদণ্ডে দণ্ডিত করা হোক।

এ ধরনের ঘটনার বিচার তিন মাসের মধ্যে শেষ করারও প্রস্তাব করেছে রাজ্য সরকার। আর তদন্ত চলাকালে অভিযুক্তকে জামিন না দেওয়ার পরামর্শ দিয়েছে।

উল্লেখ্য, দিল্লির ঘটনার পর ধর্ষণের আসামীদের মৃত্যুদণ্ডের দাবিতে সোচ্চার হয়েছে সারা ভারত। কিন্তু ত্রিপুরার বামফ্রন্ট সরকার সে পথে হাঁটেনি।

বাংলাদেশ সময়: ২১৩১ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৩
সম্পাদনা: হাসান শাহরিয়ার হৃদয়, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।