ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

আবারো অভিযোগ নিয়ে নির্বাচন কমিশনে কংগ্রেস

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৮ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৩

আগরতলা (ত্রিপুরা): আবারো নির্বাচন কমিশনে গেলেন কংগ্রেস নেতৃবৃন্দ। বৃহস্পতিবার রাতে দিল্লিতে দেশের মুখ্য নির্বাচনি কমিশনারের সঙ্গে দেখা করেন কংগ্রেস নেতারা।



তারা ফের ত্রুটি মুক্ত ভোটার তালিকার ভিত্তিতে ত্রিপুরার বিধানসভা নির্বাচন করার দাবি জানান। জানা গেছে, কংগ্রেস প্রতিনিধিরা রাজ্যের ৩৯টি বিধানসভা এলাকার ভোটার তালিকার কারচুপির অভিযোগ করেন। কারচুপির প্রয়োজনীয় প্রামান্য তথ্য দলিলও পেশ করেন।

কংগ্রেস নেতৃবৃন্দ এর আগেও নির্বাচন কমিশনে ত্রিপুরার ভোটার তালিকা নিয়ে কারচুপির অভিযোগ জানিয়ে আসেছিলেন।

শনিবার রাজ্যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হওয়ার কথা রয়েছে। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হলেই নির্বাচন ঘোষণা ত্রিপুরার বিধানসভা ভোট ঘোষণা করবে নির্বাচন কমিশন।

এদিকে সিপিএমের পক্ষ থেকে বলা হয়েছে, এভাবে অযথা কারচুপির ভুয়া অভিযোগ তুলে নির্বাচন প্রক্রিয়াকে পিছিয়ে দিতে চাইছে কংগ্রেস। তারা চায় না নির্বাচনে লড়তে। কারন নির্বাচন হলে তারা জনবর্জিত হবে।

গত ৫ জানুয়ারি যখন নির্বাচন কমিশনের পূর্ণাঙ্গ দল রাজ্য সফর করে তখনও কংগ্রেসের পক্ষ থেকে ভোটার তালিকা নিয়ে অভিযোগ জানানো হয়েছিল। বৃহস্পতিবার কংগ্রেস নেতৃবৃন্দ কমিশনকে বলেছেন, আগে যে অভিযোগ তারা জানিয়েছিল তার কোনো সুরাহা হয় নি।

জানাগেছে, এদিন কংগ্রেস নেতারা রাজ্যের বেশ কিছু আমলা সম্পর্কেও অভিযোগ জানান কমিশনে। তাদের বক্তব্য এইসব আমলারা বামফ্রন্টের পক্ষে কাজ করছে।

বাংলাদেশ সময়: ১৩২২ ঘণ্টা, জানুয়ারি ১১,২০১৩
সম্পাদনা: বেনু সূত্রধর, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।