ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

পক্ষপাতিত্বের অভিযোগ

ত্রিপুরার ৬ আধিকারিকের নির্বাচনী দায়িত্ব থেকে অব্যাহতি

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১২ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৩

আগরতলা (ত্রিপুরা): ভারতের নির্বাচন কমিশন ত্রিপুরার ছয় সরকারি আধিকারিককে বিধানসভা নির্বাচনের দায়িত্ব থেকে সরিয়ে দিয়েছে। দায়িত্ব থেকে সাময়িক অব্যাহতি পাওয়া ছয় জনের মধ্যে একজন জেলা প্রশাসক ও পাঁচজন মহাকুমা প্রশাসক রয়েছেন।

পাঁচ মহকুমা শাসক বিধানসভা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ছিলেন।

কংগ্রেস রাজ্যের বেশ কয়েকজন আধিকারিকের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলে। কেন্দ্রীয় নির্বাচন কমিশনকে কংগ্রেস অভিযোগ করে, ওইসব আধিকারিক নির্বাচনে সিপিএমের হয়ে কাজ করছে।   তবে যেসব আধিকারিকের বিরুদ্ধে শাসক দলের পক্ষপাতিত্ব করার অভিযোগ উঠেছে তাদের সবাইকে সরিয়ে দিচ্ছে না কমিশন।

মাত্র ৬ জনের বিরুদ্ধে ব্যবস্থা নেয় নির্বাচন কমিশন। এই কর্মকর্তারা এখন অন্য দায়িত্বে থাকবেন। তবে নির্বাচন শেষ হলে তারা আবার তাদের দায়িত্বে ফিরে যাবেন।

রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, নির্বাচন কমিশনের এই ঘোষণা নজিরবিহীন।

বাংলাদেশ সময়: ২০৪৮ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৩
সম্পাদনা: শরিফুল ইসলাম, নিউজরুম এডিটর,

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।